দূরদেশটা কতো দূরে...জানতে পারলে ভালো হতো!
ভেতর-বাহির ছেড়ে-ছুড়ে দূরের পানে ছুটা যেতো,
খানিকটা মুক্ত নিঃশ্বাস যেনো অনেক দামি
হাজারো চেষ্টাতেও তারে খুঁজে না পায় আমি!
খানিকটা খুঁজি এপাড়েতে খানিকটা ওপাড়ে
নদীর দু'কূলই বেজায় শূণ্য,
বৃথাই খুঁজে বেড়ালাম তাই হয়ে হন্য
একই কথা তাই নদী বলে বেড়ায় বারে বারে
কল্পরাজ্য গড়ে তুলে মন একটা মায়ার প্রাচীর দিয়ে
সে রাজ্যে বাস্তবতা অকারেনেই যায় মিলিয়ে
তবুও মেলেনা খানিকটা মুক্ত নিঃশ্বাস,
যেনো অভিমান করেছে সেও
রেখে গেছে তাই সারা সময় জুড়ে
দুঃখের কাব্য বিলাস!
আর কিছুক্ষন পরেই শুরু হবে আরেকটা দিন
আপনজনের করছে অপেক্ষা
হাসিমুখে চাইছে দিতে অনেক দোয়া আর শুভেচ্ছা!
আর আমি...?
লুকিয়ে দীর্ঘশ্বাস,করছি অপেক্ষা কখন পাড় হবে
জন্মদিনটা!
সুরে বাঁধি সুর,হোক তা বেসুর!
তবু গেয়ে যাই,আর হাঁটি অনেক দূর
কখনো সুরের ছন্দ মেলেনা,তো কখনো তাল
তবু গেয়ে যেতে হয় মিলিয়ে সাথে সময়ের সুর-তাল!