অযাচিত ভাবেই অনেকটা আসা
অনাকাংখিত কোন প্রহরে
লেখা হয়েছিল সুপ্ত কাব্য।
ষড়ঋতুর আজ কোন মাস চলছে
বলতে পারো?
উমম..বোধহয় জ্যৈষ্ঠ!
অসময়ের ভীড়ে অতো সময়ের হিসেব রাখার সময় কই!!
তাই তো,সময় কই অতো হিসেবের
তবু আমাকে যে রাখতেই হয় হিসেব
না হলে বেহিসেবি সময়ের হিসেব কষতে বড্ড কষ্ট হয়।
আজ দিনটা তো অন্যরকম ও হতে পারতো
শ্রাবণঘন কোন দিন অথবা পাগলা হাওয়ার বাদল দিন,
কি করে হবে?
সময়ের সাথে সাথে বদলে যাওয়া মানুষগুলো তো
বদলে দিয়েছে প্রকৃতি কে ও!
আজকাল অনেক ভীড়ের মধ্যে থাকতে হয়
ভাবনার সময় হয় না,অনুভবের সময় হয় না
নীরব প্রকৃতির ভীড়ে শুকনোপাতা মর্মর ধ্বনি,
অথবা নিঃশব্দের নিশীম আবেগ।
শুকনোপাতা,
কালির আঁচড় তোমার জন্য নয়
অনুভূতির ছুঁইয়ে যাওয়া কোন ছোঁয়া তোমার জন্য নয়,
এই যে দেখছ,বদলে যাওয়া,চলে যাওয়া,হারিয়ে যাওয়া
এই সবই আজকের চলে যাওয়া দিনের গল্প,
এর মাঝে থেকেই কেউ খুঁজে নেয় কালকের আগামী
অথবা কেউ শুরু করে বদলে যাওয়ার সুনামী।
তুমিও খুঁজে নাও,তুমিও বুঝে নাও
ছোট্ট একটা নিঃশ্বাস এর ভীড়ে উড়িয়ে দাও
আর হারিয়ে যাও,তোমার আপন নীড়ে
শুকনোপাতাদের ভীড়ে....
(আজকাল মাথায় শুধু কবিতাই ঘুরে!কিন্তু কবিতার কাব্য ভাষা সব সময় খুঁজে পাওয়া হয়না)
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১২ দুপুর ২:৫৫