জন্ম থেকেই ব্যর্থ আমি!
রঙধনুর সপ্তবর্ণা রং, রবির সুবর্ণ আভা
প্রবেশ করেনি আমার কোন ইউক্যারিয়োটিক কোষে
তাই, আমার হৃদযন্ত্রের রক্ত প্রবাহে
বাহিত হয়নি সফলতার আভাময় কম্পিত স্পন্দন।
কাঁধে চাপিয়ে দেয়া ব্যর্থতার বোঝা
হাজার চেষ্টাতেও পারিনি এক মুহূর্তের জন্যে নামাতে!
জনলোকালয়ের কল্লোলিত ভিড়ে
প্রতিনিয়ত শত শত ব্যর্থতার জন্ম দিয়ে যাচ্ছি
বেঁচে থাকার সফলতার মর্মতা, অর্থবহতা অনুসন্ধানের জন্যে!
রাতের ঘুম যখন ভরে উঠে
অনাকাঙ্ক্ষিত ব্যধিগ্রস্থ দুঃস্বপ্নে,
তখন ভোরের রক্তমাখা আলোকপিন্ডে খুঁজি
সফলতার পাদটীকা। জেগে উঠার মহৎ
বাঞ্চার স্ফুরণ ঘটে ব্যর্থতাকে শুধরিয়ে
তোমাদের মতো সফলতায় অবগাহন করতে,
আর চেতনায় বিস্তার লাভ করে এক অমূল্য দর্শন-
“আমার আজকের ব্যর্থতাই তোমাদের কাছে
ভবিষ্যতে রূপায়িত হবে চরম সফলতায়”।
তখন আমি পুনরিজ্জীবিত হবো
আমার অদৃষ্ট সফলতায়; যা আমি রেখে যাচ্ছি ‘ব্যর্থ’ ভেবে।