আমি আমার মস্তিষ্ক পরিষ্কার করার চেষ্টা করছি যাতে আমি বিষাক্ত এবং খারাপ মানুষের সাথে কাটিয়েছি এমন সমস্ত স্মৃতি ভুলে যেতে পারি।
কেউ কখনও উপকার করলে তার প্রতি কৃতজ্ঞ হওয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করা একটি উত্তম আমল। এটি রাসুল (সা.)-এর অন্যতম একটি শিক্ষা।
রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে না।’ অথবা ‘যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞ নয়, সে আল্লাহর প্রতিও অকৃতজ্ঞ।’ (আবু দাউদ : ৪৮১১)।
Respect ......কামরুজ্জামান হীরা ভাই
আমি আমার কর্ম জীবনের সবটাই শেষ করেছি ভুল মানুষের সাথে - আবার তাদের থেকেই বিনিময়ে উল্টো হয়েছি লাঞ্ছিত ।
তাদের সাথে থাকার সময় যে মানুষটকে দূর থেকেই জানতাম চিনতাম কিন্তু কখনো কাছে যাওয়া হয়নি কথাও বলা হয়নি , অথচ আমার এই বিপদের সময় পাশে এসে দাঁড়িয়েছেন।
কাছ থেকে মানুষটাকে যখন দেখি তখন নিজেই অনুধাবন করতে পারলাম
মানুষটা ,
ভাই-বন্ধুদের বিপদ-আপদে Sindabad হয়ে উদ্ধার করেন,
নিজের শত্রুর বেলায় হয়ে যান Hatim al-Tai
ক্ষমা করে দিয়ে তাকে ভুলেই যান ।
রাজনীতি পরিচালনাতে হয়েযান Robin Hood ,অসম্ভব কঠিন কাজগুলোতে সফল হয়ে ঘরে ফিরেন।
বলা আর করার মধ্যে অনেক পার্থক্য রয়েছে।সমাজের অনেকেই রয়েছে যারা অনেক কিছু বলতে পারেন কিন্তু বাস্তবে কিছু করতে গেলে কিছুদিনের মধ্যেই সেই বিষয়টিতে নিজে র আকর্ষণ হারিয়ে ফেলেন।
কথা আর কাজেরবাজিতে সবসময় চ্যাম্পিয়ন হয়েছেন।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০২১ রাত ১:৩৯