আমরা সুখের জন্য সারাটা জিবন কাটিয়ে দেই
"একজন মুদি দোকানদার তার ছেলেকে সুখের গোপন রহস্যটা জানতে সবচেয়ে জ্ঞানী মানুষের কাছে পাঠাল।শিক্ষানবিশ চল্লিশ দিন ধরে মরুভুমির মধ্যে ঘুরে বেড়াল।শেষে একটা সুন্দর দুর্গের কাছে এলো একটা উচু পর্বতে যেখানে জ্ঞানী লোকটা বাস করে।
জ্ঞানী লোকটি একটি প্রাসাদে থাকত।সে যত্নসহকারে ছেলেটির ব্যাখ্যা শুনল কেন সে এখানে এসেছিল।কিন্তু তাকে বলল যে, তার এখনই সুখের গোপন রহস্য সম্পর্কে কথা বলার সময় নেই।সে বালকটিকে প্রাসাদের ঘুরে দেখতে বলল এবং দুই ঘন্টা পর ফিরে আসতে বলল।যাওয়ার আগে ছেলেটিকে জ্ঞানী লোকটি দুই ফোঁটা তেল সহ একটি চামচ ধরিয়ে বলল যাতে প্রাসাদের চারপাশে ঘোরার সময় তেল যেন ছলকে না পড়ে।
বালকটি প্রাসাদের চারপাশে ঘুরতে লাগল তবে তার দৃস্টি ছিল শুধুই চামচের দিকে যাতে তেল ছলকে না পড়ে।দুই ঘন্টা পর সে জ্ঞানী লোকটির কাছে ফিরে এলো।
জ্ঞানী লোকটি জিজ্ঞেস করলো,বেশ আমার ডাইনিং হলের দেয়ালে পারস্য রঙিন পশমি সুতায় চিত্রিত কাপড়খন্ড টাঙানো আছে এটা তুমি দেখেছ?তুমি বাগান দেখেছ যেটা অভিজ্ঞ মালির দশ বছর লেগেছে তৈরি করতে?তুমি কি আমার লাইব্রেরির চর্ম কাগজের পান্ডুলিপি দেখেছ?বালকটি লজ্জিত ও হতাশ হল কারণ এইসবের কিছুই সে দেখেনি।তার নজর ছিল সবসময় চামচের তেলের দিকে।এবার সে প্রাসাদটি আবার ঘুরে আসল এবং পুরো সৌন্দর্য দেখে উপভোগ করল।এবার জ্ঞানী লোকটি বলল"সুখের গোপন রহস্য এটাই যে তোমাকে পৃথিবীর ও জীবনের বিস্ময় এর সাথে পরিচিত হতে হবে।জীবনকে উপভোগ করতে হবে।"
-দ্য আলকেমিস্ট
আমাদের জীবন এমন ই টাকা পয়সা বা লোকে কি বলে তার উপর যদি সবসময় আমাদের লক্ষ্য রাখি তাহলে কখনোই জীবনের বিস্ময় উপভোগ পেতে পারব না।জীবন ও পৃথিবীর সৌন্দর্য উপভোগ করাই জীবনের উদ্দেশ্য হওয়া উচিত নয় কি?
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ৩:৪৪