সময় চলে গেলে সেটা কখনো ফিরে পাবেন না।আমরা অযথা অনেক সময় নষ্ট করে ফেলি, আর প্রযুক্তির এই যুগে আপনাকে, আমাকে ফাঁদে ফেলাতে একটা স্মার্টফোন ই যথেষ্ট।
আপনি যদি প্রতিদিন ৫-৬ ঘন্টা ফেসবুক/ইউটিউব / অথবা অন্য কোন সোশাল মিডিয়াতে সময় নষ্ট করেন। বছর শেষে আপনার কত ঘন্টা নষ্ট হয় জানা আছে?
ধরলাম ৫ ঘন্টা প্রতিদিন , তাহলে, এক মাসে ৩০×৫ =১৫০ ঘন্টা, বার মাসে ১২×১৫০=১৮০০ ঘন্টা অর্থাৎ (১৮০০÷২৪)= ৭৫ দিন। বছর ৩৬৫ দিনের হলে আপনার আর বাকি থাকে (৩৬৫-৭৫)=২৯০ দিন।
এমনিতে আমরা জীবনের ৩ ভাগের ১ ভাগ সময়ই ঘুমিয়ে কাটায়ে দিই। আপনার বয়স যদি ২৫ বছর হয়, আর আপনি যদি আপনার ২০ বছর বয়স থেকে প্রতিদিন ৫ ঘন্টা সময় এইরকম নষ্ট করেন।
৫ বছরে আপনার নষ্ট হবে (৫×৭৫)=৩৭৫ দিন অর্থাৎ ১ বছর ১০ দিন নষ্ট । একটু ভাবেন। প্রতিদিন ৬-৭ ঘন্টা ঘুমালে আর মোবাইলে ৫ ঘন্টা ব্যয় করলে, তারপর অন্যান্য খাওয়া, গোসল এইগুলো তো আছেই৷ ২৪ ঘন্টার ১৩-১৪ ঘন্টা ব্যয় হয়ে যায়৷ বলা যায় জীবনের ৩ ভাগের ২ ভাগ নষ্ট হয়ে যায়।
মোবাইল কত সময় ব্যবহার করলেন, কোন apps এ কত সময় ঢুকলেন সেইটা জানার জন্য playstore এ একটা app আছে। আমি সেইটার স্ক্রিনশট দিতেছি। যাদের প্রয়োজন ডাউনলোড করে নিয়েন।
আবার এখন কিছু মোবাইল আছে এই Apps এর সুবিধা গুলো মোবাইলের সিস্টেমের সাথেই Add করা থাকে।
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৪