দিন শেষের ক্লান্ত আলোয়
জীবনের ক্লান্তিগুলো যখন দুচোখে ভিড় করে
তখন আমি খুঁজি শুধু একজনকেই
দূর আকাশের তারা হয়ে একলা ফেলে আমায়
চলে গেলে বড় দুঃসময়ে
স্বপ্নগুলো পাখা মেলার ফুরসত পেল না
কুঁড়িতেই বুড়ি হয়ে ঝরে গেল অন্ধকারে
এই জীবনের সকল প্রাপ্তি এসে ফুরাল
মিলিয়ে গেল ধূসর হয়ে
এটাই কি চেয়েছিলাম আমি
এটাই কি পাওয়ার ছিল আমার
কেন তুমি চলে গেলে
কেন আর কটা দিন থাকলে না
কিসের এত তাড়া?
চারপাশের মানুষের নানা রুপ দেখে ক্লান্ত আমি
আপন ভাবি যারে দেখি সেও আপন না
সবাই পর হয়ে যায় কেন?
তুমি সবচেয়ে আপন যে
তুমিও গেলে চলে
আর কি রইল আমার
রইল শুধু একরাশ দুমড়ানো মুচড়ানো কষ্ট
সে কষ্টরা ভাষা পায়না
শুধু গুমড়ে ওঠে, ছাই চাঁপা আগুনের মত
জ্বালিয়ে নিয়ে যাচ্ছে আমায়
নিঃশেষিত হয়ে ফুরিয়ে যাচ্ছি আমি
আবার দেখা হবে কি তোমাতে আমাতে?
সেই দিন কি করবে তুমি?
আমায় দেখে হাসবে?
বলবে কেমন করে পারলি তুই?
কষ্টের ডানাগুলো কেটে দিয়ে
নিজের মনে হারাতে?
খুব অভিমান হবে আমার সেদিন, খুব.
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫২