ভালোবেসেছিলাম যাকে আজ হারিয়ে ফেলেছি তাকে
যাকে নিয়ে গড়ব সুখের সংসার, ভেবেছিলাম...
ভেঙ্গে গেল সে সংসার যদিও স্বপ্নেই ছিল অস্তিত্ব যার
হারিয়ে ফেলেছি খুব খুব প্রিয়জনকে
দেখেছি খুব আপন মানুষের শূন্যতার হাহাকার
প্রতিমুহূর্তে মৃত্যুর কাছে যাওয়ার আকাঙ্ক্ষার
যাকে আঁকড়ে বাঁচব বলে দেখেছিলাম নতুন স্বপ্ন
সে আজ হারিয়েছে পচা গলির গহীন অন্ধকারে
আমি হারিয়ে ফেলেছি সব প্রিয় স্বপ্নকে
ভীষণ একাকিত্বের কষ্ট আমাকে খুবলে খাচ্ছে
দুমড়ে মুচড়ে দিচ্ছে আমার সকল গর্ব, অহংকার
চাপা কষ্ট জমাট বাঁধা বুকে নিয়ে
মুক্ত বাতাস পাব বলে বেরিয়েছি আজ...
ঘর ছেড়ে বেরিয়েছি আমি,
হারিয়ে যাব যেভাবে হারিয়েছি সব আমি...।।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩২