{ছবিঃ গুগল থেকে সংগ্রহ করা}
[কবিতা বিষয়টা অনেক কঠিন। ব্লগে অনেক সুন্দর সুন্দর কবিতা আসে।
তাই কবিতা পোষ্ট করার দুঃসাহস কম।
মাঝে মাঝে দেখি অনেকে কবিতা এবং কবিতা লেখকদের নিয়ে রসাত্মক কথা বলেন।
এজন্যও কবিতা পোষ্ট করতে দশবার ভাবতে হয়েছে। ছোট্ট একটা অকবিতাই দিলাম। ]
রাত গভীর হলে স্বপ্নহীন তারারা ঘুম থেকে জেগে ওঠে,
গভীর আলিঙ্গনের নেশায় ফুল ফোটায়,
হাসির হিল্লোলে প্রকম্পিত করে সারাকাশ।
তারায় তারায় ছড়িয়ে পরে সমূহ সংঘর্ষের সম্ভাবনা
নগ্ন পায়ে, ভীত চাহনিতে, উৎকণ্ঠায় কাটে মুহুর্ত,
তাল, লয়, ছন্দ ভুলে যায় মোহের স্পন্দনে।
একান্ত অনুভবে, নিজের করে, গায়ে মাখে
অনাবিল জ্যোৎস্নার ফুটন্ত আলো।
তারাদের আলিঙ্গনে, নেশায় বুঁদ হয়ে মরতে
এখনও চাঁদ ওঠে রাতের আকাশে।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪০