ডাকে রোদ্দুর, মেঘগুলো বহুদূর।
পথপাণে আমি একা,
করছি তোমার অপেক্ষা।
তোমার খোঁজে, এদিক-ওদিক চাহনি।
মামলা ঠুকব হয়রানির!
স্বপ্নে আসো, বাস্তবে যে দেখা হয়নি!
তোমায় পেলে,
রিকশায় করে ঘুরব সারাদিন,
হঠাৎ বৃষ্টিতে গা ভেজাবো,
দিনগুলো সব হবে রঙিন।
দূরালাপনীতে কাটাব পূর্ণিমা রাত,
অমাবস্যায়ও হব না কাত!
চলব বহুদূর, হাতে রেখে হাত।
খুনসুটিতে, রাগে আর অভিমানে
বিচ্ছেদ হবে হরতাল আর অবরোধে,
আর সন্ধি হবে টিপাই বাধে!
আকাশ পাণে চেয়ে থাকা,
কাকদের আনাগোনা,
কার জন্যে আমার এতো ভাবনা?
ভালোবাসার গানে আর হৃদয়ের টানে?
তুমি, আমি মিলে "আমরা "
,
কবে যে হবে কে জানে!
কেউ এসে বলবে কি?
"এই দেখ কদম এনেছি,
তোমার জন্যই আমি জন্মেছি!"
কোনমতে ফাগুনটা চলে যাক,
অপেক্ষায় থাকে শুধু বৈশাখ!
এখনো আমি একা, না পেয়ে কারো দেখা।