জোঁছনার
আলো মাখা এক
রাত্রিবেলা,
শুরু হলো তোমার
সাথে কথা বলা।
খুব ভাব নিয়ে বলেছিলে তুমি-"ভার্সিটির ছাত্রী নই,ম্যাডাম আমি!"
পাত্তা দিতে না আমায়,ফুঁ দিয়ে উড়িয়ে দিতে !
শুকনো পাতার মত,
ভাসতাম আমি হাওয়ায়।
ভাবতাম মিথ্যে যত,
অশ্রুগুলো সত্যি ছিল অসহায়ের মত।
আমার সঠিক পরিচয় পেলে,
দুঃখ শোনাতে রাজি হলে ।
আমি হাতে আসমান পেলাম,
বন্ধু হলাম।
তোমার দুঃখগাঁথা মনের সুখে হজম করলাম !
একদিনের কথা-অতি মানব সারোওয়ার
দিল ব্যাথা ।
এমসি কলেজের মাঠ থেকে বেদনা আসল,
আর
বোর্ডিং মাঠে তোলপাড় হল।
কথার
পিঠে কথা বাড়ালে,
আমায় তুমি একি শোনালে ।
বিস্ময়ে ভিমড়ী খেলাম আমি,
আগে একজনের
প্রেমিকা ছিলে তুমি !
কেন জানি তোমাতেই থাকলাম,
সত্যি তোমায় ভালবাসলাম।
শ্রাবণের ৩১, হলাম
মহাখুশি !
সকাল ১০.৫৮, যখন বললে "ভালবাসি"।
পাঁচটা গোলাপের ফুল,
সাথে ফটোশপে জোড়া দেওয়া তুমি আর আমি।
মনে সংশয় আর অনেক ভয়,
স্ট্যাণ্ডে থামল বাস ; উঠলাম আমি।
আমরা দু'জন পাশাপাশি,
গায়ে মেখে রোদের হাসি।
সাংঘাতিক এক
ভালবাসানুভূতি,
চলছি মোরা এখন
অবধি।