জন্ম ৯ ডিসেম্বর, ১৮৮০, রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্দ গ্রামে।
মৃত্যু ৯ ডিসেম্বর, ১৯৩২
বাবা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলি হায়দার সাবের।
দুই বোন --- করিমুন্নেছা খাতুন ও হোমায়রা খাতুন।
তিন ভাইয়ের মধ্যে একজন শৈশবে মারা যায়। বড় ভাই ইব্রাহিম রোকেয়াকে ইংরেজি ও বাংলা শিক্ষায় সাহায্য করতেন।
পায়রাবন্দ গ্রামে রোকেয়ার স্মরণে স্মৃতিফলক।
১৯৮৬ সালে মাত্র ১৬ বছর বয়সে রোকেয়ার বিয়ে হয় খান বাহাদূর সাখাওয়াত হোসেনের সাথে। তিনি ছিলেন উর্দূভাষী। তা সত্ত্ওে তিনি রোকেয়াকে শিক্ষা এবং সাহিত্য সাধনায় অনুপ্রেরণা দিতেন। ১৯০২ সালে রোকেয়া লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন পিপাসা রচনার মধ্য দিয়ে।
া১৯০৯ সালে সাখাওয়াত হোসেন মারা যান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল চত্বরে বেগম রোকেয়ার স্মৃতিস্তম্ভ।
স্বামীর মৃত্যুর পাঁচ মাসের মাথায় বেগম রোকেয়া সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। তিনি আঞ্জুমানে খাওয়াতিন নামে একটি ইসলামি নারী সংঘঠনেরও প্রতিষ্ঠাতা।
পায়রাবন্দে রোকেয়া মেমোরিয়াল সেন্টার
রচনাসমূহ --
পিপাসা ১৯০২ সাল
মতিচূর ১ম প্রকাশ ১৯০৪, দ্বিতীয় প্রকাশ ১৯২২
সুলতানার স্বপ্ন ১৯০৮ সাল
সওগাত ১৯১৮ সাল
পদ্মরাগ ১৯২৪ সাল
অবরোধবাসিনী ১৯৩১ সাল