নাড়ির টানে বাড়ির পাণে/ চলছে মানুষ ঈদের জোয়ারে ভেসে
মানুষে মানুষে ভেদাভেদ ভুলে / ঈদের জামায়াতে চলছে সবাই এক হয়ে
এখানে এসে এক হয়ে েগছে বিশ্ব মুসলমান / মানুষে মানুষে নেই কোন ভেদ, সকলে সমান
ঈদ মানেই আনন্দ খুশীর জোয়ারে ভাসা / নতুন টাকার গন্ধ সেথায় ঈদটাই যেন খাসা
এই আনন্দ সবার তরে / সেজেছে সব প্রাণভরে।
আমাদের সবার জন্য ঈদ নিয়ে আসুক নির্মল আনন্দের বার্তা, শ্রেণী বৈষম্য ভুলে মানুষে মানুষে সম্প্রীতির বারতা।