আজকে রাতে চাঁদের মুখে দেখেছি মায়ের মুখ
আজ রাতে তাই আমার ঘুম হলো নির্ঘুম।
জোছনার কোলে মাথা রেখে শুয়ে আছে যে
সে যে আমার মা, মাকে মনে পড়ে।
আকাশের বুকে আলোর বন্যায়
মিটিমিটি তারার খেলায়
মায়ের মুখটি দেখেছি আজ দূর নীলিমায়।
মাকে মনে পড়ে, আমার মাকে মনে পড়ে।
চাঁদের হাসি বাঁধ ভেঙেছে আজ
পৃথিবীতে জেগেছে প্রাণের সাজ
প্রাণ জেগেছে আমার মনে
মাকে মনে পড়ে, আজ আমার মাকে মনে পড়ে।
মা ছিল আমার চাঁদের মতন
বৃষ্টিধোয়া আকাশ যেমন
জল তরঙ্গের খেলার মাঝে
মাকে মনে পড়ে, আমার মাকে মনে পড়ে।
আমার রাত্রি-দিনের কাব্য সাধনায়
চাঁদের রূপ এসে সুর ছড়ায়
সেই চাঁদের বুকে দেখেছি আজ আমার মায়ের মুখ
তাই মাকে পাওয়ার সুখে আমার ভরে গেছে বুক।
মাকে মনে পড়ে,তাই আমার মাকে মনে পড়ে।
মাকে মনে পড়ে, তাই আমার মাকে মনে পড়ে।