প্রায় সন্ধ্যা! ক্যাফেটেরিয়ায় বসিয়া আর তিনটা বন্ধুর ন্যায় আফজালও মেয়ে গুনিতেছিলো। শয়তানের ব্যাচমেট দা লুসিফার জুনিয়র হইলেও এহেন কাজে সে নিয়মিত না! শুধুমাত্র মেজাজ খারাপ থাকিলে....
বাদ সাধিলো অটো থেকে নামা কালো টিপ পরা সুন্দরী মেয়েটি। কাউন্টে ভুল হইল,আঠারো থেকে সতেরো তারপর আবার একুশ.. আই কানেকশনের চতুর্থ বার (তার মতে!?) আফজাল বুঝিতে পারিলো সে হা করিয়া আছে!
তখন আর সময় নাইই,যা হবার হইয়া গিয়াছে! দেবতা কিউপিড অনেক উপর দিয়ে উড়িয়া যাইতেছিল, তাঁহার শেষ তীরটা আফজালের মনে নিক্ষেপ করিয়াছে বোধ হইল! আফজাল প্রেমে পড়িয়াছে...
সে বলিয়াছে রমনীর নাম ধাম যেভাবেই হউক জোগাড় করিবে। আমাদের কাছে সবিনয়ে দোয়া ও হেল্প চাহিয়াছে। আমরাও জোর গলায় আশ্বস্ত করিয়াছি, কিন্তু দোয়া করিবার সময় এখনো মেলেনি...