কি একটা ব্যপার হৈছে কন তো!
দোকানদাররা একটাকা,দুইটাকা আর ফেরত দিতে চায় না...
হোটেলে খাওনের বিল আঠারো টাকা হৈলে আপনের কাছে খুচরা না থাকলে ২ টাকা মাইর! কান চুলকাইতে চুলকাইতে কয়, ভাই পরে আইসা ওই ২ টাকার খাইয়েন! সদাইপাতির দোকানে ১টাকা পাওনা হৈলে শ্যাম্পু ধরায় দেয়,নয়তো চকলেট... বাসের হেল পাররা তো আরো এক কাঠি উপরে,একটাকা দুইটাকা বেশি পাইলে আর ফিররাও তাকায় না....
সবচেয়ে আশ্চর্যের ব্যপার, গুঁটি কয়েক লোকজন যারা মাটির ব্যাংকে পয়সা ফেলিতে পছন্দ করেন অথবা যাদের মনে হয় টাকা গাছে ধরে না, তারা ছাড়া এর প্রতিবাদ করেনই না... অনেক ক্ষেত্রে তারাও বুক চাপিয়া সহ্য করেন!
কেন এমন হৈবে? আপনাদের কি গায়ে লাগে না? একবারও কি চিন্তা করেছেন,এই টাকা জমাইয়া প্রিয়বন্ধুর জন্মদিনের গিফট কেন যাইতো অথবা, নিজের ঢিলা প্যান্টের কোমর বন্ধনী...
তাই আসুন ভাইয়েরা আর বোনেরা, সব জড়তা কাটিয়ে এর সরব নিন্দা জানাই, অধিকার আদায়ে তত্পর হই...