নিশি রাইতে যহন ঘুম ভাইঙা যায়,আন্ধার ঘরে রূপোর থালার মত চান কুটুম হৈয়া আহে! চান্দের জোছনায় মনের মইধ্যে দুনিয়ার হগল পিরিত জাগায়া কয়, 'মরদ,তুইই থাকলি একেলা...
শখ আছিলো তরে নিয়া ভাসান যামু! দূর সমুদ্দুরে নির্জন দ্বীপে বাঁধমু ছোট্ট একখান ঘর। হুনছি, সেইখানে বালুর চরে মইধ্য দুপুরে রোইদের ভাওতা আর নিশুতি রাইতে জোছনার জলকেলি দেহা যায়!সাগরের উথাল-পাথালি নীল ঢেউ নরম বালির পিরিতে ভাইঙা খানখান হয়!
আরো হুনছি,চাঁদনী রাইতে হেইখানে জলকুমারের দেহা পাওন যায়। বাঁশি বাঁজাইয়া মন ভুলায় মত্সকইন্যার...মাথা ছুঁইয়া কই, তুই সাথী থাকলে দেহাইতাম বাঁশির জোর আমারও কম না,আর যার মন ভুলাই আমি, সে তো তুইই...
ভাইবা ভাইবা রাইতের শ্যাষ হয়! বিহান আগাইয়া আহে! ঝিঝি পোকার দল নিথর হয়! চাঁন্দের হেলন পশ্চিমের পাড় ধরে!সব তারা ঘুমায়া যায়,জাইগা থাকে শুকতারা! পরানে চায় তর মত তাঁরা হৈয়া যাই.....