উজবুকির শাস্তি পায় ছেলেটা, ছায়ার কোনাটা ওর জন্য জোটে না! লজ্জায় নীলাভ হয়ে কৃত্তিকে বলে,
এত স্বার্থপর কেন তুই?সরে দাঁড়া না একটু !'
-আহারে...এতক্ষন বলিসনা কেন?
পাঁচমিশালী মেয়েরা হেঁসে ওঠে। হাসবেই না কেন,রসিকতার চূড়ান্ত এরকমটা। অপরকে পঁচানোর মত মজা সবসময় পাওয়া যায় না। কান্না পায় ছেলেটার! অনেক হয়েছে, আর ভালো লাগছে না। চলে যাওয়াই বেটার... ডান হাত দিয়ে বাম হাতের কবজির ঘড়িটা কচলাতে থাকে ও, বিভ্রান্তির মুদ্রাদোষ এটাই...
'আরিফ! এখানে আরিফ কে? ৭৯ সিরিয়ালের আরিফকে ডাকা হচ্ছে। লাইব্রেরীর পাশে কনভার্সেশন রুমে চলে যান। ভাগ্য ভালো আপনার,এরকম সুযোগ সবার হয়না। আচ্ছা, আপনি আমার সাথে আসুন...' বেটে খাটো লোকটা একটানা কথাগুলো বলে যায়...
লোকটার পিছে একপা ,দু'পা করে হেঁটে কনভার্সেশন রুমের দিকে এগিয়ে যায় আরিফ। অনেক দিনের স্বপ্ন,সফলতার দুয়ারে ও! এক মূহুর্তের জন্য পিছনে তাকায় উজবুকে আরিফ! কৃত্তির চোখের কোনে চিক চিক করে এক ফোঁটা বর্নহীন বাষ্প।
চেঁচিয়ে ওঠে সামনের লোকটা,
'একটু দ্রুত হাঁটুন মিস্টার, পিছনে দেখার দিনতো শেষ,কি ভাগ্য আপনার....