আমি মীন রাশির আর তুমি?
মিথুন? তা বেশ। সুলক্ষনা তুমি! আচার বিচারী,দূরদর্শী!
আমার মতো পামিস্ট এ শহরে দ্বিতীয়টি পাবেনা জেনে রেখো।চাঁদের আলোয় তোমার মনের শুন্যতা,জমে রিক্ততা মেঘের আগমনে!এই যে তোমার সুগোল অনামিকার প্রথম খাঁজে লেখা আছে তা..অচঞ্চল ক্ষয়িষ্নুতা চলনে তোমার,বিন্দুবাসীনি চঞ্চলতায়!আরও একটু বলি...নাহ! বড়ই লাজুক তুমি!
আমি? আমিতো... নয়ন কোণে জমা বাষ্প,কপল বেয়ে নেমে আসি মুছবার ঠিক আগে পর্ষন্ত, উ ত্পত্তিতেই বিষন্নতা... মরনেই নিবিড়তর শান্তি! উড়ে মরি গাংচিল হয়ে,জীবনানন্দে বসবাস। বিশ্বাস করো আর নাইবা করলে, বৈঠাবিহীন নাও আমি.... ঢেউয়ের সাথে চিরন্তন বৈরিতা!
আহা! এত আবেগী তুমি? আমিতো চাইনি তুমি কাঁদো! অমন কপলে আমার ঠাই...? ভাবিনি এমন!
সমস্ত জ্যোতিষঃ বিদ্যা ব্যর্থ আমার....