আবার এসেছিল ডুগডুগিওয়ালা! পাড়ার মোড়ে,যেখানে রোদ ছড়িয়ে একাকার হয়! দূর থেকে দেখলাম ওর চারিদিকে জমজমাট।
হবেই বা না কেন? সুখ বেঁচে ও ঠোঙা ভরে। ও যে ভোলাতে পারে বেশ। ধোঁকাবাজ কোথাকার!
তবুও এবার কাছে গিয়েছিলাম। এমন রং চংএ লোকের মেলা সবার মতো আমাকেও টানে। কিন্তু
আমার মূল টানটা ওর ডুগডুগিতে। আমি শিখতে চাই ওর টকটকে ডুগডুগির সুর।
নিদেনপক্ষে একটু ছুঁয়ে দেখতে!
ভিড় ঠেলে ঠুলে কাছে গেলাম.. ফ্যাল ফ্যাল করে কিছুক্ষন তাকিয়ে থেকে বলে, 'নিয়েছিলে তো এক
ঠোঙা, নাওনা আরেকটা!'
-না,আমাকে বরং ডুগডুগি বাজানো শেখাও!
-ওতো শেখানো যায় না বাপু ,যেমন ইচ্ছে বাজাও!
নাহ!তবুও পারিনি আমি অমন সুর করে বাজাতে। ধোঁকাবাজির ফোঁকরে আমি এবারও!
আমাকে শেখালে কি এমন ক্ষতি? ঠোঙা ভরা সুখ বেঁচতে বেঁচতে বেলাশেষে নিরুদ্দেশ হয় সে!
এদিকে হাপিত্যেশ করে মরে পাড়ার লোকজন! সুখ কিনে ওরা কি বোকামিটাই করেছে....
আমি অপেক্ষায় আছি...জানালার
পর্দা সরিয়ে পাড়ার মোড়ে যদি ভিড় দেখি,বার বার ছুটে যাই....
আবারও কি আসবে ডুগডুগিওয়ালা.....?!