অঙ্গারে জন্ম নিক ভীম দৈত্যরা, পিষে ফেলুক জীবিত খুনীদের ।
খুন হোক, পরিস্কার হয়ে যাক পূবের আকাশ ,
উত্তরের বাতাস আর দক্ষিণের ঘর ।
পুতে ফেল সব বোমাবাজদের ছিন্ন হৃদয় ।
পতাকার বাঁশে গেথে দে রাজাকারদের দেহ ।
এক বাংলায় এক সত্য , ৭১ ;
আর কোন ভাগ নেই , আর কোন নেতা নেই , আর কোন কিন্তু নেই ।
এর বাইরে সব ছেয়ে যাক রক্তমেশা ধোয়ায় ,
বর্বরদের রক্তই হোক শান্তি আলোচনার চেয়ারে পাতা মখমলের তোয়ালে ।
শহীদ মিনারে হোক শান্তির আলোচনা ।
আসুক নেতারা , হাতারা , চামচারা ।
শুধু তারা , যাদের ৭১ ছাড়া কোন সত্য নাই ; ছিল না ; হবে না ।
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ভাগ করে যে
তার তুলে দে চামড়া- আমার ডুগডুগিটা বাজুক ।
কে বলে এক জমিনে দুই শাসনের বাণী !
দে তাহারে চুবাক আমার পদ্মা মেঘনার পানি ।
আমি যুদ্ধের কথা বলছি ।
আমি দামামা বাজতে দেখতে চাই ; শুনতে চাই ।
আমি এইসব প্রেতাত্মার মৃত্যুর বদলে রাত হলে ঘরে ফিরতে চাই ।
মার মার , কাট কেটে ফেল, দুভাগ করে ।
ফিনকি দিযে ছুটুক রক্ত
সব মরে যাক থাকুক শুধু একাত্তরের ভক্ত ।
এই বাংলায় এক সত্য ৭১ ।
আর কোন নেতা নেই ,
বাবা নেই -স্বামী নেই ;
আর কোন ভাগ নেই ;
আর কোন কিন্তু নেই ।
সব কিন্তুকে খুন করে ফেল যখন যেখানে পাবি ।
আর কতকাল না করে খুন, তুই শুধু পস্তাবি!!!!
সুদীপ্ত সজল খাঁ
ছেংদু , চীন