আলোর আধারে বাধা আমাদের গান
একটু লুকিয়ে , বুক ফুলিয়ে
ভালবাসি ভালবাসি চিতকার ;
কে পালাবে প্রজন্ম ছেড়ে
নর্দমার কাদায়
খড়ের গাদায়
কে পালাবে তোমায় ছেড়ে ?
মিছিলের স্লোগান শেষ হলে
মিটিং এর ফায়ার স্পিচ শেষ হলে
তুমি না হলে চলে ?
একটা ওভালটিন কেক , একটা নেভীর তামাক
একটা নেড়ী কুকুরের মৃত্যু ;
তোমায় ছাড়া তো কখনও হয় নি ।
দুধ চায়ে মালাইয়ের বিলাসিতা
বিপ্লবীর পকেট থেকে গুনে গুনে দুকাপ চায়ে
১৬ টাকা ;
সেও তো তোমায় ছাড়া হয় নি ।
হবে না কিছুই যতদিন ঐ চিতকারটুকু থাকে
শিশিরের মধ্যে . মদের মধ্যে ,
রোজ ভুলে যাওয়া সকালের নাস্তার মধ্যে ;
ঐ চিতকারটুকু ,
যা শুনলে তোমার সাদা চামড়া লাল হয়ে যায়
শুকনো মুখে সমুদ্রটা ভর করে ;
ভালবাসি তোমার হাতের চুরির সংঘর্ষর আওয়াজ ।