পানামা পেপার্সে কোনো বৃক্ষের নাম নেই,
বনদেবতা পেতেই পারেন জাতিসংঘ অ্যাওয়ার্ড;
তাতে যতই থাকুক অহল্যার অভিশাপ
শ্রীযুক্ত বর্ষার কামনা থেকে যাকে রক্ষা করতে পারে নি মহিরুহ রেইন ট্রি।
গাশ্মীর সকালে আঞ্চলিক বিশ্বাসে
যে কিশোর কেটেছিল ফলজ বৃক্ষের ছাল,
সেও দেখা পায় নি কাঙ্খিত মুকুল;
তবু আঙ্গুল তোলে নি 'গিভ এন্ড টেক' এর সভ্যতা।
গায়ত্রী পাঠ শেষ হয়ে গেলেও
ফুল আসে নি সর্পিল অপরাজিতায়,
তবু কারো অ্যারোমেটিক হাত
নার্সের ভুমিকায় বিলি কাটে প্রজাপতির ভূগোলে।
বৃক্ষেরা মানুষ নয়, মানুষের চেয়েও মানবিক
হিংসাহীন ধ্যানস্থ ঋষি- জাগতিক লীলার নিরব দর্শক;
তবু দুরভিসন্ধির ইশারায় আগুন লাগে সুন্দরবনে।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৬ বিকাল ৪:৩৭