তুমি আসবে বলে হে ভালবাসা
পেরিয়েছি পাইন বনের বিক্ষুদ্ধ ঝঞ্জা,
আন্দামানের কঠিন সুনামি করেছি পদদলিত।
তুমি আসবে বলে হে ভালবাসা
কবিতাগুলো কাটিয়েছে নির্ঘুম সোমক্ষয়,
জ্বলেছে আগুন- পুড়েছে ট্রয়।
তুমি আসবে বলে
সাইমুম এসে কেড়েছে বেদুইন প্রেমিকের প্রাণ,
মৃত্যুর ওষ্ঠে চুম্বন একেছে ভ্যালেন্টাইন।
তোমার জন্য আজও
অরফিয়াসের গানে হাহাকার করে পরী ও দেবতারা,
কত যুদ্ধের দামামা বাজে- কত যুদ্ধ নিমেষে থামে।
কত পাখি নীড় ছাড়ে
কত পাখি ঘরে ফেরে বাসন্তীরাতের টানে।
কত ত্রিস্তান হত্যা করে রক্তলোলুপ ড্রাগন,
কতনা আবার সিডারের অরণ্যে
ঝরণার মত অশ্রু ঝরায় ভেনাসের করুনা পেতে।
তোমাকে পাবার জন্য হে ভালবাসা্
পাড়ি দিয়েছি টাইটানিকের লাশ,
বুকের রক্তে সতেজ রেখেছি প্রেমের রক্ত গোলাপ;
তুমি আসবে বলে হে ভালবাসা।