পুরো জনপদ জ্বালানিতে সয়লাব,
যোগানদাতারা কন্ট্রোল রুমে বসে দ্যাখে
ছায়া প্রদানকারী নম্র বৃক্ষগুলোর পুড়ে যাওয়া;
ভয়ার্ত ডামাডোলে ছুটে যাচ্ছে বর্ণমালা
যারা একদিন স্লোগান হবার স্বপ্ন দেখেছিল।
হিংসুটে জিহবাগুলো খুঁজে বেড়াচ্ছে কবিদের
যারা লিখেছিল প্রেম আর সফেদ শিরস্ত্রানের ভেতর থেকে
টেনে হিচরে বের করেছিল নষ্ট সাইক্লপদের।
উর্বর বুকের সঞ্চিত প্রেম
ভস্মিভূত হচ্ছে গান পাউডারে,
টোটেমবিহীন অর্ধশায়িত বুদ্ধ উঠে দাঁড়াবার আগেই
কে যেন উপড়ে ফেলল বোধিবৃক্ষ।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১০