মহামান্য আদালত, সামহোয়ার ইন ব্লগ পাড়ায় কয়েকটি ঘটনা আমার মনে কতকগুলো প্রশ্নের উদ্রেক করেছে। এই প্রশ্নের উত্তরগুলো জানি পাওয়া যাবে না। তবু আপনার উদ্দেশ্যে এই খোলা বক্তব্য ছড়িয়ে দিলাম আমাদের মত প্রকাশের ভরসাস্থল ব্লগের পাতায়।
১. শাহরিয়ার এর হত্যা রহস্য উদঘাটন করা সম্ভব হবে কি ? আমরা ধরে নিতেই পারি এটা হত্যা। কারণ উগ্রবাদীরা তাদের কৌশল পাল্টিয়েছে। চাপাতির বদলে ইনজেকশান ব্যবহারের চিন্তা তারা আগেই করেছিল বলে জানা গেছে। একের পর এক লাশ পড়ছে অথচ রাষ্ট্র অসহায় হয়ে দেখছে। নাকি ধর্মান্ধদের ভয়ে মুক্তমনা, ব্লগার, নাস্তিকদের ব্যাপারে রাষ্ট্র নির্বিকার থাকছে ? কারণ ক্ষমতার রাজনীতিতে সরকার ধর্মান্ধদের ক্ষেপাতে চায় না। নাকি আমাদের প্রশাসন প্রযুক্তিগতভাবে জঙ্গিদের চাইতেও দুর্বল ?
২. আমাদের গ্রামে একটি মনসা মন্দির আছে। সেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ মানত করে পূজা দিয়ে থাকেন। মন্দিরে হিন্দু-মুসলমান সবাই দুধ/কলা দিয়ে যান। এখন যে মুসলমানরা নামাজ পড়ে অথচ হিন্দু মন্দিরে মানত করে তাদেরও কি গ্রেফতার করা হবে ? আবার ফরিদপুরের আটরশিতে ওরশে মুসলিমদের পাশাপাশি বহু হিন্দুরাও মানত পূর্ণ করতে আসে। তাহলে সেই হিন্দুদেরও কি গ্রেফতার করা হবে ? আবার জ্ঞাণ আহরণের উদ্দেশ্যে আমার টেবিলে গীতা-বেদ-উপনিষদ-মনুসংহিতার পাশাপাশি কোরআন, বাইবেল, ত্রিপিটক, চার্বাক দর্শন, জিন্দআভেস্তা রয়েছে। অন্য ধর্মের গ্রন্থ রাখার দায়ে আমাকেও কি গ্রেফতার করা হবে ? তাহলে কেন- একজন মুসলিম দম্পতি কালী মূর্তির প্রতি ভক্তির দায়ে গ্রেফতার হল ?
৩. একজন রাহুল যখন রাস্তায় একটি মেয়েকে টিজ করতে গিয়ে মারতে থাকে তখন প্রশ্ন ওঠে অভিভাবকরা কতটুকু খেয়াল রাখছেন তাদের সন্তানদের প্রতি ! তারা কী করছে, কোথায় যাচ্ছে....? নাকি দেশজুড়ে যখন বিচা্রহীনতার সংস্কৃতি চলছে তখন এই রাহুলরা কোনকিছুকেই পরোয়া করতে শেখে না এবং প্রজন্মের বিরাট একটা অংশ স্রোতে গা ভাসিয়ে দিচ্ছে। এই দায় সমাজ এড়াতে পারে কি ?
৪. জাফর ইকবাল স্যার ছাত্রলীগকে ক্ষমা করে মহত্তের পরিচয় দিলেন। কিন্তু ছাত্রলীগকে জাফর ইকবাল স্যার নিজের ছাত্র ভাবলেও ছাত্রলীগ ওনাকে গুরু হিসেবে মানে কি ? নাকি তারা তাদের নেতাদের গুরু হিসেবে মানে ! যাদের কথায় শিক্ষকদের বুকে গুলি করতেও দ্বিধাবোধ করবে না। আবার অনেকেই বলবেন- ছাত্রলীগের দু চার জনের জন্য পুরো ইউনিটকে দোষ দেয়া ঠিক নয়। আচ্ছা, আপনিই বলুন- প্রতিদিনই সারা দেশে ছাত্রলীগের ছেলেরা দখল, জখম, লুট, নারী নিপিড়নসহ নানা অপকর্ম করে যাচ্ছে যা প্রতিদিনই সংবাদ মাধ্যমে আসছে, তাহলে কি বলবেন তারা ? যাদের লেজুরবৃত্তি করে ক্ষমতা প্রদর্শন করে যাচ্ছে ছাত্রলীগ সেই সরকারি দল কি এই দায় এড়াতে পারে ?
৫. ঢাকা শহর মাত্র ২৬ মিলি. বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে। অপরিকল্পিত নগরায়নের ফলে যানজট সমস্যাও চরমে। সিটি নির্বাচনে বলা হল- সমস্যা চিহ্নিত, এবার সমাধান যাত্রা। এখন তারা কোথায় ?
৭. গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হল অযৌক্তিকভাবে। স্বল্প আয়ের মানুষদের কথা বিবেচনা করা হল না। বামপন্থিরা ছাড়া কেউ কোন প্রতিবাদ করছে না। জনগনও রাস্তায় নামছে না। হরতালও তো হচ্ছে না। তাহলে কি জনগনকে বোকা এবং স্রোতে ভাসা সহনশীল প্রাণী বলব ? নচিকেতার গানটা মনে পড়ছে...‘কোন এক উল্টো রাজা...।
৬. মন্ত্রী বললেন-দেশে কোন ভিক্ষুক নেই। আফটার অল মধ্যম আয়ের দেশ বলে কথা ! কিন্তু উনি দেশের কোন এলাকায় বাস করেন জানি না, কিন্তু পথেও কি নামেন না ? “দেশে কোন যুদ্ধাপরাধী নেই” বা “ বাংলাদেশে কোন আদিবাসী নেই”- এই টাইপের উজবুক কথার সাথে উক্ত কথার সাদৃশ্য আছে কি ?
সবশেষে- আপনার মাধ্যমে বিশ্ববাসীর কাছে জানতে চাই-
সমুদ্র সৈকতে নিষ্প্রাণ আইলান কুর্দির শরীরে ঢেউয়েরা ছুঁয়ে ছুঁয়ে কী বলেছিল কেউ কি শুনেছেন ?
বলেছিল- কবি সুকান্তের শিশুদের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান বিশ্ব বিবেক ধারণ করতে পারে নি। পিটিয়ে শিশু হত্যা, বোমা মেরে শিশু হত্যা চলছে তো চলছেই....বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্য.....। হায় রে মুসলিম বিশ্ব ! কত নাচন দেখি তোমাদের, ধর্মের কথা বলে কত জাতিগত টান দেখাও ! অথচ সব মুখোশধারী তোমরা, ...যখন দেখি বড় বড় মুসলিম দেশগুলোর শরনার্থী আশ্রয় দিতে অপারগতা প্রকাশ করায় সাগরে ভাসতে থাকে মুসলিম দেশের ফুলের মত শিশু।
আসলে আমরা কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান;
কিন্তু আমরা মানুষ কতজন ?
মহামান্য আদালত, ব্লগপাড়ায় একই প্রশ্ন সবখানে আমরা মানুষ হব কবে ?
আমাদের রাজনীতি মানবিক হবে কবে ?
আমাদের সমাজ প্রগতিশীল হবে কবে ?
এই স্বদেশ
এই পৃথিবী
বাসযোগ্য হবে কবে ?
জানি, উত্তর মিলবে না। কারণ ৫৭ ধারার শেঁকলে আমাদের বিবেক অবরুদ্ধ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৮