বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়লো, তো তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে ?
আর্ন্তজাতিক বাজারে এখন তেলের দাম প্রতি ব্যারেল মাত্র ৪০ ডলার। সে অনুযায়ি দেশে ১ লিটার তেলের ক্রয়মূল্য দাঁড়ায় মাত্র ২৭ টাকা। তার মানে আর্ন্তজাতিক বাজারে দাম কমলেও আমাদের দেশে দাম বাড়ানো হয়েছে। তো তাতে কি এমন রামায়ন অপবিত্র হয়েছে ?
কেন ভুলে যাচ্ছেন আপনারা, আমরা এখন মধ্যম আয়ের দেশ। মধ্যম আয়ের দেশের জনগন একটু দাম বৃদ্ধি পেলে সহ্য করতে পারবে না তা কি হয় কখনও ? ছি ! ছি !
আরে বাবা, আমি মানছি- কৃষিতে আগে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে প্রতি ইউনিটে দাম ছিল ২ টাকা ৫১ পয়সা। আর এখন করা হয়েছে ৩ টাকা ৮২ পয়সা। তো কি হয়েছে ? কৃষক বাঁচলো কি মরল তা দেখার সময় আছে কি ? কারণ এটা পুঁজিবাদের যুগ। তাই অচ্ছুৎদের কথা বাদ দিয়ে আপনিও বরং পুঁজিপতিদের কথা ভাবুন, আইএমএফ-বিশ্বব্যাংকের কথা বলুন।
গ্যাস বা সিএনজির দাম বেড়েছে, তাতে সমস্যায় পড়বে স্বল্প আয়ের মানুষ। তো তারা এদেশে আছে কেন ? মধ্যম আয়ের দেশে এসব নাকে কান্না করা মানুষের দরকার আছে কি ?
তারপরও যারা চিৎকার করছেন- তাদের কি ভয়/ডর নাই নাকি ?
সরকারের কোন নীতির সমালোচনা করলে সরকারের নুনু অনুভুতিতে আঘাত লেগে যেতে পারে, সে খেয়াল আছে ? তখন আপনার দিকে ধেয়ে আসবে ৫৭ ধারা।
অতএব, চুপ করে যান। যা হচ্ছে তাই হতে দিন। এদেশটা আওয়ামীলীগ আর বিএনপির। আপনারও না, আমারও না। কিন্তু এই যে এতক্ষণ বড় বড় কথা বলে নিজেই তো মনে হয় ৫৭ ধারা ভেঙে সরকারের উন্নয়নের বিরোধী কথা বললাম। তো কী করা যায় বলুন তো ! এক কাজ করেন- আমার পাঁছায় একটা লাথি মারেন................!
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৩