***********
রঙ বদলের দুনিয়ায় , আমাকে আমি আজ চিনিনে প্রিয়
হলুদাভ ঘাসের মত হয়ে গেছে ঝালাপালা স্মৃতির দর্পণ ,
রঙিন পাখনা মেলে আজ সেথা ওড়েনা মধুলোভী ভ্রমর
সজিব হয়না মধুর লগ্নেরা , গ্রাসে নিরবতা আর নির্জন ।
বড় সাধ ছিল মনে ,তোমার সনে চাঁদনী রাত এলে
বাতায়নে জোছনার দ্বারটুঁকু খুলে নির্মল দিগন্ত ছুঁয়ে
আনব কিছু স্বপ্নিল ফানুস , তারপর নিশাচর বিচরন
আজ মনে হয় মরীচিকা , সবই ধুয়াশা , সবি যায় ক্ষয়ে ।
কেন ? জানি মনে হয় , কোনদিন ছিলনাকো পরিচয়
অথচ জন্ম জন্মান্তরের বাধনে আমাকে ঘিরে একি খেলা
কেটে যায় শুন্যতা , কত প্রহরের কুহেলিকা , কলগুঞ্জন
মনে হয় সব ফেলে সব ভুলে প্রিয় নিকটে আসিবার বেলা ।
যেদিনটুকু চলে গেছে কান্ত পথিকের ঘুমের আড়ালে
তারে, খুজিবারে হন্য হয়ে আরও কত যে লগ্ন করেছি পার
মিছে মোহে ভেসে ছুটেছি অন্ধকারে জানিনে সে কি মায়াবিনী
রঙিন একটি ভোরে নহে রব কভু দূরে চাই প্রিয় দেখা আবার ।
তোমার বিহনে কত পথ ভুলে অজানারে গেঁথে গলে মালা
এস সখি এস ফিরে আজি শুধুই অশ্রুনীড়ে , দেখি তুমিও একেলা ।।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৫