**************পরিবেশ বন্ধু কবি
ঈদ আসে ঐ খুশির আমেজ
বহে প্রানে প্রানে
বাঁকা চাঁদের নতুন সাজ
দেখবে আকাশ কোনে ।
হল্লা করে মন মাতাবে
নৌ কিশোরের দল
ঘরে ঘরে আনন্দেরই
বইবে কোলাহল ।
কেউ খাবে পিঠা সেমাই
নতুন জামা গাঁয়
সব ভেদাভেদ ভুলে এস
ঈদ মোবারক জানাই ।
ঈদ এবং
**************** পরিবেশ বন্ধু কবি
আত্তসুদ্ধির মাস মাহে রমজান নিয়ে বিদায়
বাঁকা চাঁদ উটবে নীল আকাশের ও গাঁয়
আসবে প্রশান্তি সকলের তরে
বইবে আনন্দ ঘরে ঘরে
উৎসব মুখরিত ঈদের খুশি বহিয়া যায় ।
এক আল্লাহর রজ্জু ধরে জাগে মুসলমান
হৃদয়ে সদা ঈমানের আলো করে পরিধান
করবে কুলাকুলি একে অন্যর সাথে
মহব্বতের সওদা লয়ে একই পথে
সবে নতুন জামা দিয়ে গায়ে গড়বে বাধন ।।
গরিব দুখিদের পাশে থাকে কেহ অকাতরে
বিলিয়ে দেয় অন্ন বশ্র ক্ষনিকের তরে
নিঃস্বদের মুখে মোরা ফুটিয়ে হাসি
ঈদের আনন্দে যেন সবাই আসি
নয়ত ওরা হবে বঞ্চিত , সমাজের ভিড়ে ।।
কত খুশির আমেজ বহে সকলের প্রানে
কাংকিত কাটবে সময় তাই আনন্দ গানে
যাবে দাওয়াতে বাড়ী বাড়ী ছুটে
ফিরনী সেমাই খাবে লুটুপুটে
ঈদ মোবারক তাই সবার হৃদয় পানে ।।
ঈদ হোক সকলের জন্য আনন্দময়
হাসি গানে ভরে যাক সবার হৃদয় ।।