প্রিয়তম হে
তুমি হীনা হৃদয় মোর খাঁ খাঁ বালুচর
মেঠূ পথে রাত জাগা একাকি প্রহর
তুমি নেই পাশে তাই
মনে হয় কিছুই নাই
বেদনার নীলাকাশে ফুটে মিশ্র জ্বালা
দিন শেষে পাঠে বসে জীবনের বেলা ।।
প্রিয়তম হে
এসেছিলে যদি ফুল হয়ে হৃদয় কাননে
আজ কেন শুধু মরুভূমি ধু ধু সিক্তমনে
ছিল মুখে নম্রতা সহাস্য লাজ
নয়ন ভরা ছিল মায়াবি সাজ
সেই সে কবে কথা কলি বলে গেলে
ভালবাসি , ভুলবনা প্রিয় রাখবে এ দিলে ।।
প্রিয়তম হে
আজ তুমি ভাসায়ে এই জীবনের চড়ে
মেতেছ নতুন খেলায় আছ কোথা পড়ে
জানিনে সব থাক অজানা
চূর্ণ হতে পারে হৃদয়বীণা
মন যদি চায় খুজে এস বারবার
এখনও খোলা আছে ভালবাসার দোয়ার ।।