শহরটির কিছু ডাকনামও রয়েছে তবে বাতাাসের শহর বা বড় কাঁধের শহর নাম দুটি আমার বেশ লাগে! শহরটি মিশিগান হ্রদ এর উপকূলে অবস্থিত নাম শিকাগো। ইলিনয় অঙ্গরাজ্যের একটি শহর।
শিকাগো" নামটি আদিবাসী মিয়ামি-ইলিনয় শব্দ শিকাকওয়া একটি ফরাসি অনুবাদ থেকে উদ্ভূত হয়েছে। যেটি দ্বারা পেঁয়াজের একটি বন্য জাতকে বুঝায়।
অগাস্ট ১২, ১৮৩৩-এ, শিকাগো শহরটি প্রায় ২০০ জন জনসংখ্যা নিয়ে গঠিত হয়েছিল। একটি সমৃদ্ধ অর্থনীতি গ্রামীণ সম্প্রদায় এবং বিদেশ থেকে অভিবাসী প্রত্যাশীদের এখানে নিয়ে আসে। যার ফলে পরবর্তী সাত বছরের মধ্যে এখানে ৪,০০০ এরও বেশি লোক বসতি গড়ে উঠে। এই শহর কারখানাজাত ও খুচরা ও অর্থ খাত প্রভাবশালী হয়ে ওঠে যা আমেরিকান অর্থনীতিকে প্রভাবিত করতে থাকে।
শহরের রজার্স পার্ক এলাকার নর্থ ক্লার্ক স্ট্রিট-এর একাংশকে সম্মানসূচক ‘জিয়াউর রহমান ওয়ে’ নামকরণ করা হয়।
গ্রীষ্ম কালে আরামদায়ক গরম থাকে শহরটিতে। শীতকাল ঠান্ডা এবং তুষারময়।
বিশেষ কিছুকাজে পাঁচদিনের জন্য মিশিগান যেতে হয়েছিল। মিশিগান থেকে ফেরার পথে শিকাগোর আকাশে প্লেনের জানালা দিয়ে অভাবনীয় কিছু দৃশ্য দেখে ছবি তোলার লোভ সামলাতে পারিনি। পুরো আমেরিকা জুড়ে এখন শীত কাল চলছে। ভারী ভারী সুয়েটার আর কোট গায়ে চাপিয়ে ঘর থেকে বের হতে হয়। নভেম্বরেই এবার কয়েক দফা তুষারপাত হয়েছে। আগামী কয়েকটা মাস তীব্র ঠান্ডায় তাপমাত্রা হিমাঙ্কের অনেক নীচে চলে যাবে। সেকারনেই হয়ত আকাশ জুড়ে প্রস্তুতি চলছে।
প্লেন যখন নিউইয়র্কের আকাশে
নিউইয়র্কের আকাশ থেকে তোলা
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৯ ভোর ৬:৫৩