রাস্তায় দুপাশের গাছগুলোয় ফুলের কুড়িতে অজানা কিছু গন্ধ
অনেক আগে রোজ তুমি পাশে থাকতে যখন
অদ্ভুত মাদকতাময় এই সুগন্ধী ছেয়ে থাকতো
আর আমি বুক ভরে শ্বাস নিতাম
প্রেমে ডুবে যেতাম।
এমন সুন্দর গন্ধ অন্য আর কোন ফুলে খুঁজে পাইনা।
আজকে অনেক দিন পর এই গন্ধ আবার পেলাম
বুক ভরে তাজা ফুলের ঘ্রাণ নিলাম ---
তুমি আসছো কি?
বড় একটা দীর্ঘশ্বাস ফেলে জীবনের আড়ালের গল্পটিকে
মনের গহীনে চাপা দিয়ে এগিয়ে যাই, খুব সাধারন একটা জীবন,
পাশে তুমি--
খসড়া পাতায় অগোছালো কিছু পংতিমালা আর আলুথালু একটি সন্ধ্যা,
বিশ্বাস করো আর ঝগড়া করবো না
আঁচলে জড়িয়ে নেবো সব ভুল গুলো
হারিকেনের অবুঝ ক্ষীণ আলোয় বয়ে যাবে আমাদের চিরশান্তির অফুরন্ত প্রহর ।
একদিন দুজনে বুড়ো বুড়ি হব, হালকা পাক ধরা চুল, সিগারেটে পোড়া ঠোঁট, সাথে সেই ভীষণ চেনা দুর্বোধ্য চাহনি!
শীতের কুয়াশামাখা সকালে মিষ্টি রোদে বারান্দায় বেতের চেয়ারটাতে হালকা ওম জড়ানো ছোঁয়ায় তুমি চা খাবে- আর আমি মায়াজালে বিভোর হয়ে বকবক করতেই থাকবো, অনেক বছরের না বলা কথা জমা হয়ে থাকবে যে
তুমি মুচকি হেসে খসড়া পাতায় ব্যাস্ত
কি লিখছ? কতোটা লিখেছ...!!!
ওমা তেমন কিছুই তো নয়!
ঝরে পড়া শিশিরের স্নিগ্ধ ছোঁয়ায় লিখে দেব জমা থাকা এক জীবনের পূর্নতা।
চকচকে রোদের আলোয় দুজনার হাসি আলো ছড়াবে
ওটাই যে বুড়ো বুড়ির না বলা প্রেম!!
কেউ বুঝতে পারবেনা--
শুধু আমিই জেনে যাবো,
বহুদিন, বহুদিন ঘুম কেড়ে নেয়া শিরশিরে হাওয়া
কারণে অকারণে অপেক্ষায় ছল ছল চোখের জল শুকিয়ে
কতটা ভালোবাসা জমা করে রেখেছে শোকাতুর দুটি হৃদয়।।
(ছবিটা আমার মোবাইলে তোলা । আজ সকালে ঘর থেকে বের হয়ে তাদের দুজন কে এভাবে দেখে কবিতাটি মনে পড়ল । প্রেম একসময় নির্ভরতায় বদলে যায় । তখন দুজন হয়ে উঠে একে অপরের পরিপূরক। তখনি মানব জীবন সার্থক হয়)
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:৪৯