আজ দুজনেই অচেনা হওয়ার বাহানায় ভীষণ ক্লান্ত;
ভান করি এমন যেন, কোন কালেই চেনা ছিলে না তুমি-
কোনক্ষণেই হৃদস্পন্দন দ্বিগুণ হয়নি-আমার জন্য তোমার-
বা আমার হৃদয় পোড়েনি তোমার প্রেমে !!
পরস্পরকে অবহেলা করার--
কি ভীষণ ছেলেমানুষিতে ব্যস্ত আজ দুজন !!
যেন, কখনো তোমার ভালবাসায়
আমি রঙ্গীন হইনি-- তুমি কেঁপে ওঠনি আমার ছোঁয়ায় !!
একমুঠো আলো-আঁধার মাঠ, তুমি আর আমি
এক আকাশ নগ্নতাকে সাক্ষী রেখে-তারা ভরা রাতে
হারিয়েছিলাম-তোমার বুকের রুক্ষ জমিনে;
নোনা ঘামের রোমশ বুকে মুখ লুকিয়ে-
বলেছিলাম "জন্ম জন্মান্তরের সাথী"।।
সব কিছুতে আজ শক্ত পাথুরে দেওয়াল দিয়ে
দূরত্ব বাড়ানোর কত হাস্যকর কৌশল আটি-
যেন কখনো তোমার নিঃশ্বাস-
আমার নিঃশ্বাসের ছোঁয়াতে ব্যাকুল ছিলনা !
শুধু জেনে রেখো--
তোমার ছায়ার কাছে কিছু প্রশ্বাস আমার তবু থেকে যায়!!
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০৬