গতকাল দিয়েছিলাম, আজ আবার দিলাম।
আবার এলাম ছবি ব্লগ নিয়ে। গত এপ্রিলের ৬ তারিখে গিয়েছিলাম নিউ ইয়র্ক অটো শো -২০১২ দেখতে। সারা বিশ্বের সব বিখ্যাত প্রতিষ্ঠানের গাড়ির ভিড়ে নিজেকে মনে হয় হারিয়েই ফেলেছিলাম। মনে হচ্ছিল যেন অনন্তকাল ধরে রয়েছি সেই সব গাড়িগুলোর মাঝে। জানি হয়তো বা সেটা ছিল বাড়াবাড়ি, কিন্তু গাড়ির প্রতি আমার দূ্র্বলতা সর্বজনবিদিত। আর সেই সুবাদে এই শো ছিল আমার কাছে পরম আকাঙ্খিত। ৬-১৫ ই এপ্রিল ব্যাপী এই গাড়ির মহা মেলায় যাওয়ার প্রথম সুযোগ পেয়েই সেটি লুফে নিলাম। আর সেখান থেকে তুলে আনা কিছু ছবি আজ আপনাদের সাথে শেয়ার করছি।
১৯৩৬ হাডসন কনভার্টিবল কুপ
১৯৬২ নরটন মোটরসাইকেল
১৯৬৩ বুইক রিভেরা ডি
১৯৭৭ ট্রাম্ফ মোটরসাইকেল
১৯৯৫ পোরশে ৯১১
২০০৫ রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল
২০০৫ ট্রাম্ফ মোটরসাইকেল
অডি ২০১২ এ ৭
বি এম ডব্লিউ আই থ্রী কনসেপ্ট-০১
বি এম ডব্লিউ আই থ্রী কনসেপ্ট-অন্দরমহল
বি এম ডব্লিউ আই থ্রী কনসেপ্ট-পার্শ্ব চিত্র
বি এম ডব্লিউ এর এতগুলো ছবি তোলার কারন কি?? কেননা মনের সুপ্ত বাসনা রয়েছে এই গাড়িটা কেনার!!!!!
যাহোক আরও কিছু ছবি শুধু আপনাদের জন্য।
বুগাত্তি ২০১২ ভারনন ১৬.৪
১৯৩৮ লিংকন সি ১৮
এবার দেখুন আমার স্বপ্নের গাড়ি। বহু বিলিয়নারদেরও স্বপ্নের গাড়ি। কেননা এটি সাধারণত শুধু রাজরক্তবাহীদের জন্য বানানো হয়।
#####রাজকীয় রোলস রয়েস-ফ্যান্টম ২০১২ #####
এবার গতি প্রেমিক এবং প্রেমিকাদের জন্য
ম্যাকলরেন ২০১৩ এম পি ৪-১২ সি
ল্যাম্বরঘিনি ২০১২ আ্যভেন্টাডর এল পি ৬৫০
আর এইটা হল গিয়ে মার্সিডিজ বেন্জ এস ৫৫০ সেডান- ২০১২
আমার এক আংকেল এই গাড়ি কিনেছেন $৯৪,৫০০ দিয়ে!! নাম উল্লেখ করছি না তবে এটুকু বলছি উনি র্যাংগস গ্রুপের চেয়ারম্যানের অন্যতম প্রিয় ভাগ্নে। যাহোক, এই গাড়ির বিশেষত্ব আহামরি কিছু মনে হল না। শুধু মিউজিক সিস্টেম আর বসার ব্যবস্থায় নতুনত্ব মানে সিট টা আরামপ্রদ এই আর কি। গতি মোটামুটি। ০-১০০ মাইল তোলা যায় ৩৫ সেকেন্ডে।
সর্বশেষ যে ছবি শেয়ার করছি তা হল উড়ুক্কু গাড়ির,দাম বেশী না মাত্র $৩০০,০০০।
কে কে কিনতে চান? আওয়াজ দিন মন্তব্যের ঘরে।