এমনই এক লেঞ্জা "সুমন এম রহমান "............... তার প্রফাইলে লিখা "আমি একটি দৈনিক পত্রিকার সাংবাদিক।"

আমি প্রথমে জানতে চাই সে কোন পত্রিকার সাংবাদিক। এরা যেমন কখনো গোলাম আজম নিজামীদের পক্ষে সরাসরি বলতে পারে না ঠিক তেমনি কখনো বলতে পারবে না এরা কোন পত্রিকার এজেন্ট।
চেলেঞ্জের বিষয়ে আসা জাক.........

গোলম আজমকে বাইতুল মোকাররমের সামনে জুতা পেটা করা হচ্ছে এমন ছবি দেখে সে রেগে বল্লে--- সরকার কেন গোলাম আজমকে গ্রেফতার করছেনা। তার মানে গোলাম আজম গ্রেফতার হয়নি দেখে তার আফসোস। আমি ওপেন চেলেঞ্জ দিলাম...গোলাম আজমকে যেদিন গ্রেফতার করা হবে সেদিন সে ঠুকরে ঠুকরে কান্না করবে। মনে পড়ে নিজামীদের গ্রেফতারে আগে জামাত পোষা ডগিগুলা কি বলেছিলো। তারা বলেছিল সরকার কখনো যুদ্ধাপরাধীদের বিচার করবে না। আর নিজামীদের গ্রেফতার করার সাহস নেই। পারলে এখনই কেন নিজামীদের গ্রফতার করা হয় না?
কিন্তু যেদিন তাদের গ্রেফতার করা হইলো তখনই অযুত নিজুত গেলমান ঠুকরে ঠুকরে কান্না শুরু করে দিলো আর ব্লগে ব্লগে পোষা কুকুরগুলা ম্যাতকার শুরু করে দিলো।

এদের চিন্তে ভুল করবেন না। এরা যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টাকে সরকারের বিভিন্ন ব্যর্থতা সামনে এনে বিতর্কিত করতে চায়। এরা কখনই সরাসরি বলতে পারবে না গোলাম আজম, নিজামী মুজাহীদরা নির্দোষ। কারণ এরা জানে এমন বল্লে জুতার বাড়ি একটাও মাটিত পড়বে না। তাই তারা যেখনেই এই বিচারের প্রশ্ন আসবে সেখানেই ঠুকরে ঠুকরে কান্না করবে।
রবিনের ওপেন চেলেঞ্জ: যেদিন গোলাম আজমকে গ্রেফতার করা হবে সেদিন এই গেলমানগুলাই ঠুকরে ঠুকরে কাঁদবে।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১১ রাত ১০:৫২