'সাত কোটি জয় বাংলার বীর!
ভয় করি নাকো কোন
বেয়নেট আর বুলেটের ঝড় ঠেলে
চির বিজয়ের পতাকাকে দেবো, সপ্ত আকাশে মেলে
আনো দেখি আনো সাত কোটি এই দাবির মৃত্যু তুমি
চির বিজয়ের অটল শপথ
জয় এ বাংলায় তুমি...'
- শহীদ কবি মেহেরুননেসা
কবি মেহেরুননেসার কথা কি আমরা ভুলে যাবো? তার হত্যার এই বিচার? ১৫ বছরের কারাদন্ড! কবি মেহেরুননেসা ‘জনতা জেগেছে’ কবিতা লিখে বাঙালির জাগরণের পক্ষে কথা বলেছেন, তাতে পাকিস্তানীদের শত্রু হয়েছেন, রাজাকারদের শত্রু হয়েছেন। ২৭ মার্চ, ১৯৭১ তাকে হত্যা করা হয় বাঙালির মুক্তি সংগ্রামের পক্ষে কাজ করায়। তাকে এবং তার পরিবারের প্রত্যেক সদস্যকে কেটে টুকরা টুকরা করা হয়, মাথা কেটে সিলিং ফ্যানে ঝুলিয়ে দেয়া হয়। এই হত্যাকান্ডে প্রত্যক্ষ অংশগ্রহণ করেন কাদের মোল্লা। এই হত্যাকান্ড প্রমানিত হওয়া সত্ত্বেও রায়ে কাদের মোল্লাকে ১৫ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। এই রায় প্রহসন, এই রায় বেঈমানী। এই রায় আমরা মানবোনা। মেহেরুননেসার রক্তের সাথে বেঈমানী মেনে নেয়া হবেনা।
যুদ্ধাপরাধীদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর একজন এই কাদের মোল্লা। ‘মিরপুরের কসাই’ নামে কূখ্যাত এই রাজাকারের বিরুদ্ধে যদি ন্যাজ্য বিচার না হয় তাইলে কার বিরুদ্ধে হবে? পলাতকের ফাসির রায় হয়, যে জেলে আটক তার হয় যাবজ্জিবন। বিচারের নামে প্রহসন হচ্ছে। রাজাকারের সাথে আপোষ হচ্ছে। এই আপোষ, এই বেঈমানী মেনে নেয়া হবেনা। আমরা লড়াই করবো। ব্লগে, ফেসবুকে, রাজপথে। বিন্দুমাত্র ছাড় দেয়া হবেনা। দলীয় এবং গোষ্ঠিগত স্বার্থে কেউ জনতার সাথে বেঈমানী করবেন না। দল মতের ঊর্ধে উঠে রাজাকারের বিচার দাবির জন্যে লড়াই শুরু করুন। এক দফা এক দাবি, “আমরা কাদের মোল্লার ফাঁসি চাই”।
এটা ছিয়ানব্বই সাল না। এটা ২০১৩ সাল। মেহেরুননেসার রক্তের কসম, আমরা লড়াই থামাবোনা, বাঙলার মাটিতে রাজাকারের ঠাই নাই।
আগামীকাল বিকাল ৬ ফেব্রুয়ারী বিকাল ৫টায়, “জাতীয় স্বার্থে ব্লগার অনলাইন একটিভিস্ট” ফোরামের ব্যানারে আমরা একজোট হচ্ছি। প্রেসক্লাবে সমাবেশ এবং তারপরে শিখা চিরন্তন পর্যন্ত মশাল মিছিল। সমাবেশে পরবর্তি কর্মসূচী ঘোষনা করা হবে। আমাদের সাথে যোগ দিন। প্রত্যেক ব্লগার ও অনলাইন একটিভিস্টের কাছে আহবান রইলো, প্রত্যেক ব্লগ এবং প্রত্যেক ফেসবুক গ্রুপ এবং পেজএর কাছে আহবান রইলো নিজ নিজ ব্যানার নিয়ে উপস্থিত হন। আমি আগেো বোলেছি, আবারো বলছি, যুদ্ধাপরাধীদের বিচার আমাদেরকেই করতে হবে। নির্বাচনী ভোট ব্যাংক সদৃশ্য রাজনৈতিকদলগুলার কাছে কিছু আশা করে লাভ নাই।
সুতরাং জাগুন। আমরা না জাগলে সকাল হবেনা।
ষোল কোটি জয় বাংলার বীর!
ভয় করি নাকো কোন
বেয়নেট আর বুলেটের ঝড় ঠেলে
চির বিজয়ের পতাকাকে দেবো, সপ্ত আকাশে মেলে
আনো দেখি আনো ষোল কোটি এই দাবির মৃত্যু তুমি
চির বিজয়ের অটল শপথ
জয় এ বাংলায় তুমি