
গতকাল থেকেই চেষ্টা চালাচ্ছিলাম একটা কর্মসূচি নেয়ার জন্য। একটু দেরিতে হলেও আজ রাতে আরজ আলী মাতুব্বর পাঠাগার, দনিয়া সাংস্কৃতিক জোট, ডেমরা শ্যামপুর পানি বিদ্যুত সংগ্রাম কমিটি এবং প্রগতিশীল ছাত্র জোটের প্রতিনিধীদের নিয়ে একটা সফল মিটিং করা গেলো। মিটিংএর সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল থেকে স্থানীয় স্কুল কলেজ গুলোতে ক্যাম্পেইন চালানো হবে। ক্যাম্পেইন সফল হলে সংগঠনগুলোর সদস্য এবং ছাত্র ছাত্রী তাদের অভিভাবক এবং শিক্ষকদের নিয়ে বড় মাপের সমাবেশই করা যাবে বলে আশা রাখছি। সমাবেশে মামুন হত্যাকাণ্ডের বিচার দাবি করা হবে এবং বর্তমান অবস্থার প্রেক্ষিতে বেশ কিছু দাবি এবং প্রস্তাবনা তুলে ধরা হবে। সচেতন সবাইকে এ কর্মসূচি সফল করার জন্য শারীরিক উপস্থিতি অথবা প্রচারের মাধ্যমে অংশগ্রহণ করার জন্য আহবান করছি।
শেষ আহবান
গত এক সপ্তাহ ধরে এই পোস্টটাকে স্টিকি রেখে সামহোয়ারইনব্লগ কর্তৃপক্ষ এ কর্মসূচির পক্ষে তাদের যে অবস্থান জানিয়েছে এবং বহু ব্লগার তাদের সমর্থন জানিয়ে যে উৎসাহ যুগিয়েছেন তাঁর জন্য সামহোয়ার কর্তৃপক্ষ এবং সহব্লগারদের জানাই সংগ্রামী শুভেচ্ছা।
আগামী কাল আট তারিখ। আমাদের রুখে দাঁড়াবার দিন। সবাইকে উদাত্ত আহবান জানাচ্ছি, আসেন একসাথে কাঁধে কাঁধ রেখে রাজপথে দাঁড়াই, প্রতিবাদ করি, ভবিষ্যত আন্দোলনের শপথ নেই। এমন একটা সময়ে আমরা এখন বসবাস করছি, এমন একটা পরিস্থিতিতে আমরা এসে দাঁড়িয়েছি, যখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এই অবস্থায় ঘুরে দাঁড়ানো ছাড়া কোন উপায় নাই।
ডুবন্ত একটা প্রজন্ম আমাদের চোখের সামনে। চাই বা না চাই, আমরা সেই প্রজন্মের অংশ। অবক্ষয়ের শেষ প্রান্তে এসে দাঁড়ানো এই প্রজন্মের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব, আর ঘুরে দাঁড়ানোর এই কাজটা করতে হবে আমাদের প্রত্যেককে, ব্যাক্তিক এবং সমষ্টিগত ভাবে।
একটা প্রজন্ম, আমাদের পূর্বপুরুষদের একটা প্রজন্ম রক্তের বিনিময়ে এদেশের স্বাধীনতা এনেছিল। সময় এসেছে তাদের রক্ত আমাদের নিজেদের ধমনীতে অনুভব করার। অবক্ষয় আর অসুস্থতার এই সময়টায় আমরা যদি লড়াইয়ে না নামি তাহলে হীনতা আর কাপুরুষতার গ্লানি নিয়েই আমাদের বেঁচে থাকতে হবে। আমাদের নীরবতাই ইলোরা, সিমিন আর মামুন হত্যার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এ কথা ভুলে গেলে চলবেনা। এই নীরবতায় লানত পরুক। ঘর ছেড়ে আসুন রাস্তায় দাঁড়াই, আমরা কেউ একা নই। সবাই একসাথে এক সূরে প্রতিবাদ করলে ফলাফল আসবেই। বন্ধুরা, আপনারা ভুলে যাবেন না, এদেশে দলীয় স্বার্থের রাজনীতি হয়, এখানে বেশিরভাগ দলই জনতার স্বার্থে রাজনীতি করেনা। জনতার স্বার্থে তাই জনতাকেই রাস্তায় নামতে হবে। বিদ্যুত, পানি, গ্যাস এবং সামাজিক নিরাপত্তা, আমাদের এইসব মৌলিক দাবি দাওয়ার লড়াইয়ে আমাদেরই নামতে হবে। আসুন লড়াইয়ে নামি। সবাইকে লাল সবুজের সালাম।