কিছু বাস্তব, কিছু সত্য আর কিছু কল্পনা নিয়ে হলো "জোকস"। তারপের ও কিছু সময়ের জন্য মনটাকে ভাল করে যায়.......
১.
টিচার: সবাই " Principle Clause " বুঝেছো তো।
ছাএ: জী টিচার।
টিচার: তাহলে এবার বলোতো, " PC ", এর পুরা ফর্ম কি হবে?
ছাএ: মিস, " প্রি্য়াংকা চোপরা "।
টিচার:
২.
অফিস থেকে ফিরে হাসান সাহেব তার সাত ছেলে মেয়েকে কাছে ডাকলেন। বললেন, গত এক সপ্তাহ কে সবচেয়ে বেশি বাধ্য হয়ে থেকেছে? মা যা বলেছেন তাই বিনা বাক্য ব্যয়ে পালন করেছ? তার জন্য পুরস্কার আছে।
এক ছেলেঃ তা হলে তো আব্বু পুরস্কারটা তুমিই পাচ্ছ।
৩.
চোরঃ আপনি মাত্র তিনজনের কথায় আমাকে শাস্তি দিচ্ছেন, হুজুর?
বিচারকঃ অবশ্যই।
চোরঃ একটু সুযোগ পেলে আমিও অনেক লোককে আপনার সামনে দাঁড় করাতে পারি যারা সবাই এক বাক্যে স্বীকার করবে যে, ওরা কেউই আমাকে চুরি করতে দেখে নি।
৪.
স্ত্রীঃ এই কক্সবাজার বেড়াতে যাওয়ার টাকা যোগার হয়েছে?
স্বামীঃ হ্যাঁ, হয়েছে।
স্ত্রীঃ তাহলে আমরা কবে রওনা হচ্ছি?
স্বামীঃ কক্সবাজার থাকার আর বাড়ি ফেরার টাকার যোগার হলেই!!
স্ত্রীঃ
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০১