ইদানিং দেশের আর আমাদের সমাজের পরিস্থিতি নিয়ে আমরা সবাই খুব চিন্তিত। এর মাঝে মন খুলে হাসাবার জন্য আজ আমার এই পোষ্ট।
১.
বার্ষিক পরিক্ষায় একটি প্রশ্ন দেখে বাচ্চা একটু ভয় এবং চিন্তায় পড়লো। টিচার কাছে এসে তাকে বুঝাবার চেষ্টা করে।
টিচার: তুমি কোনদিন নদী দেখেছো?
বাচ্চা: হ্যাঁ মাডাম।
টিচার: কয়টি নদী দেখেছো?
বাচ্চা: অনেক গুলো।
টিচার: তাহলে বাংলাদেশের একটি নদীর নাম লিখে দাও।
বাচ্চা: ঠিক আছে মাডাম...........
নদীর নাম হলো পুকুর।
এই দেখে মাডাম মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়লো। :-& :-&
২.
একটি বাচ্চা টিচার কে এসে প্রশ্ন করলো।
বাচ্চা: টিচার টিচার, আবুল এর বাবা কি আমাদের স্কুলের " প্রিনসিপাল (Principal)"?
টিচার: না, বাবা।ওনি হলেন আমাদের স্কুলের "মানেজিং ডাইরেক্টার (Managing Director)"।
বাচ্চা: তাহলে ঠিক আছে।
আমি তো একটু ভয় পেয়েছিলাম, তাহলে তো সে আমাদের মোতনই একজন।
টিচার:
৩.
একজন ব্যবসায়ী এক নতুন দোকান খুললেন এবং বাইরে একটা বড় সাইনবোর্ড লাগালেন-----
" এবার থেকে আর আপনাদের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুর ঠকতে হবে না। এই দোকানে এলেই হবে।"