তুমি তোমার নিঃসঙ্গ সময়ে
নীরব নিশ্চল বিকেলে
আঁখিতে রেখেছো যেন লাল সূর্য!
উত্তরের শূন্যতা ছুঁয়ে যায় তোমার হৃদয়
দেয়ালে পড়ে থাকা নিস্তব্ধ হাতে স্পর্শ খুঁজো কার?
হৃদয়ে সংকোচ রেখে তোমাকে আহবান করি
তুমি কী সেই সংকোচ বুঝতে পারো?
তোমার অভাব ঘর বেঁধেছে এ হৃদয়ে
তুমি কী সেই ঘরের ঠিকানা খোঁজো?
বৃষ্টিঝরা ক্ষণে মেঘের কী বয়স বাড়ে?
হয়তো বাড়ে, রংধনু তার স্বর্গীয় রূপ।
পাতাভেজা রাতে জোনাকের ঘর ভেসেছে
কে রেখেছে খবর?