যে কথা হয় না বলা
যে অনুভব হয় না প্রকাশ
যে গল্প হয় না বলা
যে আবদার হয় না করা
যে দুঃখ যায় না দেখা
যে সান্তনা হয় না দেয়া
যে ভরসা পড়ে না চোখে
তাদের মূল্য কত?
নীরবতা কী মূল্যহীন?
ওরা কী একান্ত নিজস্ব?
বুঝতে না পারা বিষয়গুলো
ছুঁতে না পারা ভালোবাসাগুলো
অমর হয়ে থাকে হৃদয়ে....
যারা দাঁড়িয়ে চারপাশে
ঘুরে ফিরে আসে সময়ের সাথে
ভাগাভাগী করতে শূন্যতাগুলো
তাদের এড়িয়ে চলা হৃদয়ের গহীনে
যে উচ্ছ্বাস, উন্মাদনা, অনুভব খেলা করে
স্বার্থহীন আগন্তুক যে বাস করে হৃদয়ে
একান্তভাবে লুকিয়ে রাখে ভালোবাসাগুলো
কিছু নির্দিষ্ট সংখ্যক মানুষের জন্য গভীরভাবে
অথচ থাকে ওরা বেখবর.....
ওরা জানে না চেনা এই মানুষের মধ্যে
তাদের অতি আপন, অতি শুভাকাংখী
একজন আগন্তুক বসত করে!