হৃদয়ের গভীরে বিজয়োল্লাস
পকেটভর্তি রক্তস্রোত
চোখের জলে মা ভাসায় ত্যাগ
যৌবনবতী নারী বিলায় সম্ভ্রম
কবি জন্ম দেয় ঘৃণিত শব্দে নিষ্পাপ কবিতা
হারায় না নয়মাস
সমুদ্র যেমন বেঁঁচে থাকে স্রোত নিয়ে।
বুলেটে লেগে থাকা যে রক্ত
তার নাম হাসি
পলকহীন চোখে যে স্থবিরতা
তার নাম স্বপ্ন
নিঃশ্বাসহীন দেহে যে মৃত্যু
তার নাম জীবন
হৃদয়ে গেঁথে থাকা যে কলঙ্ক
তার নাম বিজয়...
আমার বেঁচে থাকা
চিৎকার করে বলা- বাংলাদেশ
এই দেহে সূচালো তীরের মত গেঁথে যায়-
ভাইয়ের খাঁচাহীন বুক, বোনের চিৎকার
মায়ের আঁচলের অভিশাপ
মৃত্তিকার রক্তাক্ত ঘ্রাণ...
ওরা নোনা জলে জন্ম দিয়েছে সবুজ
লাল দিয়ে ফুটিয়েছে ফুল
এর থেকে নিষ্পাপ বিনিময় কী কোথাও আছে?
ছবি বন্ধু- গুগল ইমেইজ।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৭