চোখের ঝাঁপি ফেলে দিলে
আমি দেখি এক মরুভূমি
বালুকণা হয়ে ভেঙ্গে পড়ছে
কিছু জীবন্ত মূর্তি মানব
দক্ষিনী ঝড় তাড়িয়ে বেড়ায় মেঘ
বৃষ্টির দরজায় পড়ে খিল!
ওদের স্বপ ভঙ্গ হলে
ঝরে যায় ওরা নির্দ্বিধায়
ওরা শুধু থাকে বেখবর-
হৃদয়ে যে বেড়ে উড়ছে এক মরুভূমি
বালুকণার স্তরে জন্মাচ্ছে পাথর
ছদ্মবেশী মরুসর্প তরতাজা হচ্ছে
কিছু পোকা মাকড়ের জীবন বেচে।
তৃষ্ণায় হৃদয় সংকটাপন্ন হলে
ওদের গলা চেপে হই বিষাক্ত
বেঁচে থাকার শিকলে ঝুলে থাকে
উড়ন্ত নিরপরাধ বিহঙ্গ...
যে ভুল সাথে করে নিয়ে পোড়ালো
সে ভুল আজ হলো নিরুদ্দেশ
চোখের ঝাঁপি ফেলে দিলে
দেখি একাকী এক পথহারা বিহঙ্গ
সামর্থের ডানা আগলে রেখে
নিশ্চুপ বসে আছে মরু পাহাড়ে
মরুসর্পের ঘুম ভাঙ্গে বিহঙ্গের ছায়াতলে!
বেঁচে থাকার তাগিদে-
বিষাক্ত হওয়ার সময় এসে পড়ে ঠিক এভাবে!
বিহঙ্গের চোখে নিশানার তীক্ষ্ণতা খেলে যায়
আমি বুঝে নিই আমার হৃদয়ের বিনিময় মূল্য।
আগন্তুক হয়ে ঘড়িহীন হাতে ঘুরছি শুধু
চোখের ঝাঁপি ফেলে এই মরুভূমিতে....
ছবি বন্ধু- গুগল ইমেইজ!
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১০