সমুদ্রের সঙ্গে রয়েছে আড়ি
হৃদয়ে বেড়েছে জল
আঁড়ালে ভেসেছে বুক
খবর রেখেছে শুধু টুকরো নীল
নিঃসঙ্গতা নিষ্পাপ
উদারতা সঙ্গীহীন।
জমানো সুখে আগুন লেগেছে
পুড়েছে দুঃখগুলো
আমার নেই কিছু
না সুখ, না দুঃখ!
শুকনো মুখে চেয়ে থাকি রাতের চোখে
নক্ষত্র হতে চায় হৃদয়
লুকিয়ে থাকা মৃত্যু গগণ ভাঙ্গে।
দিন শেষে সবাই ঘরে ফেরে না
কেউ ফেরে আঁধারে....
নিঃশ্বাস জমে গেলে নিঃশব্দে
মুছে যায় পদচিহ্ন সব অজানা বাহানায়।
হৃদয় ঘেঁসে যারা নিয়েছে নীড়ের ভাগ
চোখের জলে তারা করে ফেলে সব গোপন
ঠিক আঁধারে ফেরা লোকটির মত...
ভরসা রেখো না হৃদয়ে রাখবে কেউ তোমাকে।
যা দেখো আকাশ বেধ করে তুমি
মেঘের বুকে রঙিন দৃশ্যাবলি
তুমি হও মর্মাহত...
সব দিয়েছে ধোঁকা তোমায়
প্রিয়জন বলো, প্রকৃতি বলো।
চোখ বুজে গেলে তুমি একাকী
পথ খুঁজে পাবে হয়তো আলো
অথবা আঁধার আলিঙ্গন গহীনে।
মুঠো হাতে শূন্য রেখা....
দেহের আনাচ কানাচ স্থিরতায় বহমান
কুঁকড়ে থাকা অনুভূতিগুলো জেল ছেড়েছে
কয়েদখানা বাজেয়াপ্ত।
ছবি বন্ধু- গুগল ইমেইজ।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৯