অভ্যস্ত রাত জেগে থাকে অস্থির
ফিরে আসে বক্ষের জমানো কথারা
ভিড় ঠেলে ভিড়ে... চারপাশজুড়ে
যেন কথাদের শেষ নেই!
নৃত্যগীতে, ফিসফিস সুরে
রিনিঝিনি বৃষ্টির মত ওরা ঘিরে থাকে!
নিউরনে উড়ে বেড়ায় বাজপাখি
যেন পালকে লেগেছে আগুন
হৃদয় নেই ঘরে... এই রাতভর
সে ঘুরে বেড়ায় দিগন্ত জুড়ে
জলপাহাড় থেকে অরণ্য অব্দি
হৃদয় বাজপাখি...
হৃদয়ের ব্যাকপ্যাকে রঙিন পেন্সিল
আকাশের কালো পৃষ্ঠায় পালকের আঁচড়
কত নাম, কত মুখ, কত ভালোবাসা, কত হাসি....
চাঁদ হয় মলিন, মুছে যায় তারকারা
ভেসে উঠে পালকের ভাঁজে ভাঁজে
এক রঙিন আকাশ...
বাতাসের গায়ে লেগে যায় বনজ ঘ্রাণ
রাতপ্রহর ফাঁকি দেয় হৃদয় স্বপ্নসম্ভ্রমে
বাজপাখি সে এক....
চোখ মেলে দেখি নীল প্রভাত
তার গায়ে লেগে আছে বনজ ঘ্রাণ
ঘুমন্ত দেহে ইনসমনিয়াক হৃদয়!