আঁধার কেটে তুমি
নিয়মতান্ত্রিক কঠোরতায়
আগলে রাখা তোমায়
ছায়ামেঘে উড়ে যায় সন্ধ্যা
উচ্ছৃঙ্খল সময় যাপন
ভেবে তুমি আপন
ঘিরে থাকা আঙুল ।
চোখের সীমানা পেরিয়ে দীর্ঘ তুমি
ভারাক্রান্ত নিঃশ্বাস তোমায় ছুতে চাইলে
যেন হোঁচট খেয়ে সরে পড়ো তুমি
গড়পড়তায় নিঃশ্বাস ক্ষণজীবী
সে ফিরে আসে বুকের ঘরে ।
বেঁচে থাকা চোখ যেন তোমায় না হারায়
হয়তো একদিন নিঃশ্বাস আর ফিরবে না
......তোমার পিছু পিছু গিয়ে।
এখানে পড়ে থাকবে দেহ হৃদয়হীন
ম্যাচকাঠির খোঁচায় জ্বলে উঠবে দ্বীপশিখা
আঁধার কেটে মশাল হাতে ছুটবে তুমি....
আমি ওপারে থাকবো দাঁড়িয়ে ।
ছুঁয়ে দিলে কুয়াশা ঝরে পড়ে...
যে পথ শেষ হয়ে যায়
সে পথ আবারও সন্মুখে দাঁড়ায়
কিছু ইঙ্গিত স্পর্শ করে যায়
মুখিয়ে থাকো অপেক্ষায় ।
পথের অদূরে টান লাগে
ছুঁয়ে দিলে কুয়াশা ঝরে পড়ে
মুখছবি এঁকে যায় উষ্ণ চাদর
হৃদয়ে বরফ ঝরে-জমে
অদূরে উষ্ণতা, সন্মুখে সেই পথ...
......হয় মৃত প্রভাতের বিভ্রান্ত রাত
ক্রমশ আঁধার নেমে এলে
জানালাগুলো গলে পড়ে
দরজা পিছু ছেড়ে দেয়
বন্দি হয়ে পড়ে আকাশ।
প্লাবন ঘরে ফেরে সমুদ্র নিয়ে
মুঠো ভর্তি কোলাহল মরে যায়
চুপ মেরে বসে থাকে পাখিরা
রাতের গভীরে সন্ধ্যা এসে পড়ে
হয় মৃত প্রভাতের বিভ্রান্ত রাত।