এসো এসো, এখানে এসো... !
শুনে যাও তোমাদের একান্ত গুণগান
যা লিখে রেখেছি আমার অন্তর্গৃহের পুথি খুঁড়ে
মহাকাল নাম দিয়েছে তোমাদের- বাঙালি
বাংলার অঞ্জলি, উদ্ভাসিত আলোর নির্লিপ্ত ছটা
হৃদয়ে লালন করো বীরত্ব, মুখে মধুর সুর !
দেখেছি আমি তোমাদের হৃদয়ে একটি নাম- স্বাধীনতা
তোমরা করেছো নিজেদের বিসর্জন,
কখনো কী ভাবো নি তোমাদের প্রাণের মূল্য ?
হয়তো ভেবেছো, স্বাধীন নিঃশ্বাসের মূল্য এরও অধিক !
দেখ কী তোমরা ?
বাড়ির আঙিনায় নিশ্চিন্ত মনে দাঁড়িয়ে থাকে মায়েরা
খোকা ফিরবে ঘরে মাঠ-প্রান্তর পেরিয়ে !
তোমরা কী দেখো ?
তোমাদের উত্তরসূরিরা কলার উঁচিয়ে নামে রাজপথে
ওরা মিছিলে বলে, এই দেশ আমার, এই মৃত্তিকা আমার !
তোমরা কী দেখো ?
এখানে বেড়েছে প্রাণ, বেড়েছে স্পন্দন
পথঘাট, অলিগলি, হাঁটবাজার, স্কুল-কলেজ
মসজিদ, মাদ্রাসা, মাঠ-প্রান্তর কোথাও খালি নেই এটুকু জায়গা !
তোমরা জানো ?
এরা সবাই বাংলায় কথা বলে, বাংলায় গান গায়
এদের মুখে শুধু শোনা যায় 'বাংলাদেশ', তোমাদের দেয়া বাংলাদেশ !
এরা একে অপরের সাথে তোমাদের অকুতভয় হৃদয়ের গল্প বলে
বলে তোমাদের নিয়ে মিশে যাওয়া সেই মৃত্তিকার কথা !
আমি অবাক হয়ে চেয়ে থাকি,
আমি দেখি তাদের চোখে তোমাদের অগ্নিঝরা চোখ
আমি দেখি তাদের নিঃশ্বাসে তোমাদের উত্তপ্ত নিঃশ্বাস
আমি দেখি তাদের হৃদয়ঘেরা তোমাদের অদম্য বুকটুকু
আমি শুনি তাদের ছুটে চলায় তোমাদের পদধ্বনি
আমি শুধুই দেখি তাদের দেহজুড়ে তোমাদের পাগলাটে বিজয় !
প্রিয় হৃদপিণ্ড
তোমরা ভুল কর নি রক্তিম গোলাপ সেজে
দিয়েছো তোমরা একটি জাতি, একটি দেশ
যার বুকে তোমরা জন্ম নাও ক্ষণে ক্ষণে
তোমরা মরে গিয়ে যাও নি পঁচে
বরং পেয়েছো বেঁচে থাকার একটি নির্মল বুক !
তোমরা কী জানো আমি কে ?
আমি ইতিহাস,
আমি থেকেছি, থাকবো,
আমি লিখেছি, লিখে যাবো !
আমি অপেক্ষা করি ওঁত পেতে তোমাদের বিজয় লিখতে
দাও মোরে এভাবে দিক দিগন্ত 'বিজয়'
আমি লিখে যাবো অমরগুলো !
ছবি কৃতজ্ঞতা- নেট ।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৪