যে আকাশ তুমি করেছিলে রঙিন,
অজস্র নক্ষত্রে সাজে সে আকাশ
হৃদয়ের অদৃশ্য বৃত্তগুলো পাগল হয়,
বারণ ভেঙ্গে ডুব দেয় কালো সমুদ্রে
শুষ্ক ঠোঁটে নেমে আসে নীলাভ সন্ধ্যা ।
চন্দ্রালোকে যখন উড়ে যায় একটি গাঙচিল,
বক্ষ খুলে বলতে ইচ্ছে হয় তাকে খুব,
'ও গাঙচিল !
এনে দাও না আমার হারিয়ে যাওয়া নক্ষত্রগুলো
যেভাবে হয়েছো তুমি নিশাচর !
সীমাহীন পথ তোমার বিস্তৃত ডানায়,
থাকো যদি বিরহে তুমি, তবে
তোমার ঝরে যাওয়া পালকের একটি করে নাও আমায় !'
সেই গাঙচিল হয়তো ছিলো অপেক্ষায়
নক্ষত্রগুলো তাকিয়ে থাকে দৃষ্টিহীন চোখে
দৃষ্টান্ত হয়ে অধরার নিঃসঙ্গ বুকে ।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৪