আমার কোন ভুল নেই, কারণ আমি মানুষ
আর মানুষ বলেই ভুল আমার অলংকার
তাই বলা যায় তাকে সম্পূর্ণ শুদ্ধ !
তুমি যাকে নির্দ্বিধায় বলো দুঃখ, আমি তাকে বলি হৃদয়
দুঃখের সকল সমীকরণ পাওয়া যায় যে শুধু তার কাছে,
তুমি যাকে সুখ বলো, আমি বলি তাকে দুঃখের প্রকৃত রং
পৃথিবীতে নেই দুঃখ বলে কিছু , সুখ স্বল্পতা আছে বৈকি !
তোমরা যাকে বলো সত্য, তা আদপে মিথ্যের অহংকার
তবে প্রকৃত সত্য হতে পারে,
যদ্যপি বলতে পারো, মানুষ সকল ভুলের ঊর্ধ্বে !
এভাবে অনাদিকাল যাচ্ছে কেটে, কেউ দেখে নি, পারে নি বলতে কেউ !
তোমরা বলছো যাকে প্রেম, আমি বলি তাকে সুস্বাদু এক রঙিন ধূম্র
যার উৎসস্থল শুধু ব্যাখ্যা করা হয় অগ্নি অন্তরিক্ষের আঁড়ালে
যতকাল পারবে তুমি ধারণ করতে ইন্ধন ততকাল মিলবে এই মিষ্টি ধোঁয়া
অন্যথায় তুমি শুধু ছাই উড়তে দেখবে, তোমার চারপাশ জুড়ে !
মানুষ এমন করে প্রেম ধারণ করে চলছে এ যাবতকাল, নির্দ্বিধায়
এই জগতে কখনো কোন শিক্ষক জন্ম নেয় নি, অথবা শিক্ষক বিবর্জিত !
তাই হয়তো মানুষের কোন গাণিতিক ব্যাখ্যা নেই,
নেই জ্যামিতিক, না আছে ভৌগলিক !
কিছুটা আছে মনস্তাত্ত্বিক-
সীমাহীন ব্যাখ্যার ডায়রি যেখানে হচ্ছে অবর্জনীয় বিরান
আরও আছে কিছুটা ঐতিহাসিক-
মানুষ এ অব্দি চলছে এভাবেই,
চলবে অনাদিকাল- ব্যাখ্যার এক ব্যাখ্যাহীন অহেতুক ডায়রি নিয়ে !
ছবি কৃতজ্ঞতা- নেট ।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৩