দক্ষ শিল্পীর ন্যায় দূরত্বের বাইরে দাঁড়িয়ে থাকি
এখনো শাদা কাগজে তুলিতে অগনিত স্বপ্ন আঁকি
একদা থেকে এতাবৎ যেন কাটছে অদ্ভুত একাকী
নিরাশ চোখে নেই কোন ক্লান্তি , রয়েছে শুধু ইতিহাস
সব থেকেও কিছু নেই, হৃদয়ের এক অসুস্থ ছলাকলা।
চাওয়া, পাওয়া ও হারিয়ে যাওয়ার হিসেবে নেই তো কোন গরমিল
তবে কেন হৃদয় ভোগে বিষণ্ণ এক আকুতির যন্ত্রণায় !
দূর, বহুদূর কোথাও থেকে শিশের আওয়াজ ভেসে আসে
মনে হয় সেই সুরেও এক টুকরো জীবন আছে, শুধু নেই এখানে।
আঁধারেরও আছে আলো, চিত্রকর্মগুলো জ্বলে উঠে
সেখানে আছে লাল সবুজ, আছো তুমি
সেখানে আছে বলিরেখা, আছে শূন্য পাতা
প্রতিরাতে হারিয়ে যাই গভীর নীল ঘুমে
জেগে শুনি, তুমি এখনো ঘুমাও নি কেন ?
কে! কে!...
নাহ, এ রাজ্যে কেউ নেই- রাজা আমি, প্রজা আমি
জমে আছে এখানে নিজস্ব অগনিত কথা, আবেগ, চিৎকার...
কিছু নিঃশ্বাস ফেলে দেয়ার আশায় দ্বিধাহীন নৈশ অলিন্দে বসে থাকা
গ্রীলের ফুলগুলোয় কেটে যাওয়া আকাশ দেখা,
চন্দ্র দেখা - অমানিশা দেখা - বজ্রপাত দেখা - বৃষ্টি দেখা...
মাঝে মাঝে ইচ্ছে করে, যাই মিশে ওদের সাথে
শুনেছি প্রকৃতি অপরাধ করে না, নিষ্পাপে লাভ করবো বহুরূপ।
ছবি কৃতজ্ঞতা- নেট ।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৫